ফের জুটি বাঁধছেন সৃজিত-সুমন
কলকাতা: ফের জুটি বাঁধতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় ও কবীর সুমন। সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির সঙ্গীত হেঁসেলের দায়িত্বে থাকছেন সুমন। আজ সুমনের জন্মদিনে এমনটাই জানালেন পরিচালক সৃজিত।
চৈতন্য মহাপ্রভুর জীবনীর ওপর ভিত্তি করে এই ছবিটি ফ্লোরে আসবে ২০২০ সালের শুরুতে। ছবিতে চৈতন্যের ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্তকে। প্রসঙ্গত উল্লেখ্য, টেলিভিশনে ‘মহাপ্রভু’ ধারাবাহিকে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন যীশু। বিপুল জনপ্রিয়তা পায় এই ধারাবাহিকটি।
শব্দ যখন ছবি আঁকে
এর আগে ২০১৪ সালে সৃজিতের ‘জাতিস্মর’ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন সুমন। জাতিস্মর-এর জন্য চলচ্চিত্রে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পান তিনি। এছাড়াও তাঁর লেখা ও সুর করা ‘এ তুমি কেমন তুমি’ গানটির জন্য শ্রেষ্ঠ পুরুষ নেপথ্যকণ্ঠীর জাতীয় পুরস্কার পান রূপঙ্কর বাগচী।