সিঙ্গল মাদার ও কন্যাসন্তানের অধিকার নিয়ে নতুন ছবি
RBN Web Desk: প্রতিদিন মানবজীবন উন্নত থেকে উন্নততর হলেও কিছু-কিছু কুসংস্কারের বীজ এখনও সমাজের শিরা-উপশিরায় অনড় হয়ে বসে রয়েছে। সেই সমস্যাগুলো নির্মূল করার চেষ্টা চললেও বহু মানুষের জীবনে কষ্টের শেষ নেই। এমনই দুই সমস্যা হলো সিঙ্গল মাদার হয়ে জীবনযাপন ও কন্যাসন্তানের জন্ম নিয়ে পারিবারের পুরুষতান্ত্রিক মানসিকতা। এই নিয়েই পরিচালক শুভেন্দু দাস তাঁর নতুন ছবি ‘সেভ দ্য মাদারস’ শুরু করতে চলেছেন।
ছবির দুই কেন্দ্রীয় চরিত্র পূজা ও রাহুল। তাদের মধ্যে প্রেমের সম্পর্কটা পূজার বাড়ি থেকে মেনে নেয় না। তাই সে বাড়ি থেকে পালিয়ে রাহুলকে বিয়ে করে। তাদের এই সম্পর্কের ব্যাপারে রাহুলের বাড়িতে আগে থেকেই জানত এবং কোনও আপত্তি ছিল না। কিন্তু বছর ঘুরতেই পূজা অন্তসত্ত্বা হওয়ার পরেই রাহুলের পরিবারের সদস্যদের আসল রূপ বেরিয়ে এল। তাদের চাহিদা পুত্রসন্তান।
ইন্দ্রাণী সাহা, শুভেন্দু দাস, সায়ন ঘোষ
এদিকে বেআইনীভাবে রাহুল ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করিয়ে জানতে পারে তার স্ত্রী কন্যাসন্তানের জন্ম দিতে চলেছে। এই নিয়ে শুরু হয় রাহুলের বাড়িতে অশান্তি। পৃথিবীতে আসতে চলা নিষ্পাপ প্রাণটিকে বাঁচানোর জন্য রাহুলের বাড়ি থেকে পালিয়ে যায় পূজা। শুরু হয় নতুন লড়াই। বৃহত্তর সমাজ আজও সিঙ্গল মাদার বিষয়টিকে সহজভাবে মেনে নেয় না। এক মায়ের শিশুকন্যাকে বাঁচানোর লড়াই দেখা যাবে এই ছবিতে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
“ছবির গল্প কাল্পনিক হয়েও বাস্তবধর্মী। বাস্তবের বেশ কিছু ঘটনার উপর ভিত্তি করে চিত্রনাট্য লেখা হয়েছে। এক সিঙ্গল মাদারের সমস্যার উপরেই আমি জোর দিয়েছি,” জানালেন শুভেন্দু।
‘সেভ দ্য মাদারস’-এ অভিনয় করছেন সায়ন ঘোষ, ইন্দ্রাণী সাহা, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, পার্থসারথি চক্রবর্তী, স্নেহা বিশ্বাস, সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানস দেব ও অন্যান্যরা।