তবে কি সৃজিতও ব্যোমকেশ করতে চলেছেন?
RBN Web Desk: একের পর এক ফেলুদাকে নিয়ে ছবি ও ওয়েব সিরিজ়ের ঝড়ে বিধ্বস্ত দর্শককে আবারও নাড়িয়ে দিতে এবার হয়তো আসছে জোড়া ব্যোমকেশের ধাক্কা। বেশ কিছুদিন আগেই খবর ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র ব্যোমকেশ বক্সীকে নিয়ে ছবি করবেন সৃজিত মুখোপাধ্যায়। গত বছরের শুরুর দিকে তিনি নিজেই বলেছিলেন ফেলু, ব্যোমকেশ ও কাকাবাবু চরিত্রকে এক জায়গায় এনে একটি মাল্টিভার্স ছবি তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। তবে সেই পরিকল্পনা নিয়ে পরবর্তীকালে কোনও মন্তব্য পাওয়া যায়নি তাঁর কাছে।
এদিকে জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অভিনেতা দেব ঘোষণা করেন তিনি শরদিন্দুর ‘দুর্গরহস্য’-এ অভিনয় করতে চলেছেন ব্যোমকেশ রূপে। সেই সময় পরিচালকের নাম নিয়ে খানিক জল্পনা হলেও পরে জানা যায় সেটি পরিচালনা করবেন বিরসা দাসগুপ্ত।
এদিকে সম্প্রতি সৃজিত সোশ্যাল মিডিয়ায় নিজের একটি কেল্লায় দাঁড়িয়ে থাকা ছবি দিয়ে ‘দুর্গরহস্য’ নামটির উল্লেখ করেছেন। সেই পোস্ট থেকে অনেকেই ধরে নেন সৃজিত ‘দুর্গরহস্য’ করতে চলেছেন। যদিও তিনি নিজে এর কোনও সদুত্তর দেননি।
আর পড়ুন: বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কার লুক প্রকাশ
এর পরদিনই তিনি আরও একটি ছবি দিয়ে আবারও ‘দুর্গরহস্য’ নামটির উল্লেখ করেন। এবারের ছবিটিতে অনেকের সঙ্গে রয়েছেন সৃজিত, এবং এটিও একটি কেল্লার সামনে তোলা। যদিও ‘দুর্গরহস্য’ গল্পের প্রেক্ষাপট বিহারে, তবে এই ছবিতে যে কেল্লা দেখা যাচ্ছে তা রাজস্থানের কেল্লা বলেই মনে হয়। আবার সোশ্যাল মিডিয়াতেই এক ভক্তের প্রশ্নের উত্তরে সৃজিত জানিয়েছেন ব্যোমকেশ নিয়ে তিনি ওয়েব সিরিজ় করতে চান, ছবি নয়। ধরে নেওয়া যেতে পারে সেই সিরিজ়ের প্রাথমিক কাজ সারতেই হয়তো তাঁর এই রাজস্থান যাত্রা। আবার এমনও জল্পনা শোনা গেছে যে অভিনেতা জিতু কমল এইসময় রাজস্থানে রয়েছেন। তবে কি তিনিই সৃজিতের ব্যোমকেশে রূপদান করবেন?
সম্পূর্ণ ব্যাপারটায় ধোঁয়াশা থাকলেও কিছু ইঙ্গিত সৃজিত নিজেও দিয়েছেন। অতীতেও তিনি তাঁর বহু কাজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম হেঁয়ালি করেছেন। কাজেই ধরে নেওয়া যায় বিরসার ব্যোমকেশকে প্রতিযোগিতায় ফেলতে তৈরি হচ্ছে সৃজিতের ব্যোমকেশ।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়