কলকাতার ছায়ানট -এর উদ্যোগে ‘মায়ের ভাষা’

কলকাতা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতার শরৎ স্মৃতি সদনে ছায়ানট (কলকাতা) এবং লা কাসা দে লোস পলিগ্লোতাস -এর যৌথ উদ্যোগে আয়োজিত হল ‘মায়ের ভাষা’ শীর্ষক অনুষ্ঠান।

ছায়ানট (কলকাতা) বিগত পনের বছর ধরে নজরুল চর্চায় নিয়োজিত । প্রতি বছর ছায়ানট এই ২১ ফেব্রুয়ারি দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে।এই প্রথমবার কলকাতায় অবস্থিত ভাষা চর্চা ও সাংস্কৃতিক কেন্দ্র লা কাসা দে লোস পলিগ্লোতাস – এর সঙ্গে যৌথভাবে এই দিনটি উদযাপন করা হয় বলে জানান ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোমঋতা মল্লিক (ছায়ানট, কলকাতার সভাপতি) এবং পরিকল্পনায় ছিলেন শুভজিৎ রায় (প্রতিষ্ঠাতা,লা কাসা দে লোস পলিগ্লোতাস)।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরুণ কুমার ঘটক (প্রাক্তন অধ্যাপক,স্প্যানিশ ভাষা,যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং অনুবাদক), ড. মৃন্ময় প্রামাণিক (অধ্যাপক, তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লেখক), আন্তনীয় কোস্তা বোলুফের (পরিচালক,তাপাস্তে), সৌম্য কান্তি রায় (প্রধান সম্পাদক,এল কামিনো,ত্রিভাষিক পত্রিকা)।

বিশেষ অতিথি চিত্রশিল্পী বাপ্পা ভৌমিক (কর্মরত শিল্পী, ললিতকলা) মঞ্চে এই বিশেষ দিনে তাঁর চিত্র কর্ম ফুটিয়ে তোলেন। এই দিন অনুষ্ঠানে প্রায় ১০০ জন শিল্পী সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অংশগ্রহণ করেছিল অনেক শিশুশিল্পী। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন শৌভিক শাসমল।

Like
Like Love Haha Wow Sad Angry
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *