সৃজিতের ছবিতে চাঁদের হাট

RBN Web Desk: ডিসেম্বরে ফেলুদা ফিভারের মধ্যেই এল তাঁর নতুন ছবির খবর। অবশ্য ঠিক নতুন বলা চলে না, কারণ সৃজিত মুখোপাধ্যায় যে রেজিনাল্ড রোজ়ের লেখা ‘টুয়েলভ অ্যাংরি মেন’ (Twelve Angry Men) বাংলায় আনতে চলেছেন তা জানিয়েছিলেন আগেই। রেজিনাল্ডের মূল চিত্রনাট্য থেকে ১৯৫৭ সালে একই নামের ছবি পরিচালনা করেন সিডনি লুমেট। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা লিগাল-ড্রামা ছবি হিসেবে ‘টুয়েলভ অ্যাংরি মেন’-কে গণ্য করা হয়ে থাকে।

সৃজিতের ছবির নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাইশে শ্রাবণ’ ছবিতে রূপম ইসলামের কন্ঠে জনপ্রিয় একটি গানের লাইন নিয়ে এ ছবির নামকরণ করেছেন সৃজিত। ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক কর ও নূর ইসলাম। এতবড় স্টারকাস্ট নিয়ে এর আগে ছবি করনেনি সৃজিত, যদিও কাছাকাছি রয়েছে ‘জু়লিফকর’।

গতকাল প্রকাশিত হয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর পোস্টার।

আরও পড়ুন: বাস্তুচ্যুত প্রান্তজন, নর্মদা ‘পরিক্রমা’য় দেখালেন গৌতম

১৯৫৭ সালে মুক্তির পর একাধিক ভাষায় তৈরি হয়েছে ‘টুয়েলভ অ্যাংরি মেন’। ১৯৮৬ সালে এই ছবি অবলম্বনে হিন্দিতে ‘এক রুকা হুয়া ফয়সালা’ তৈরি করেন বাসু চট্টোপাধ্যায়। সমালোচক মহলের প্রশংসা কুড়িয়েছিল ছবিটি।

২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।

ছবি: RBN আর্কাইভ




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *