এবার বাঙালি গ্যাংলর্ডের উত্থানের কাহিনী নিয়ে আসছেন রিঙ্গো

RBN Web Desk: সালটা ১৯৭১। মুক্তিযুদ্ধে উত্তাল তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ। ইসলামাবাদের খানসেনা কর্তৃক বাঙালিদের ওপর শুরু হয় নির্মম অত্যাচার। জোর করে বাড়ি থেকে টেনে বের করে গণহত্যা করা হয় পুরুষদের। নারীদের ওপর চালানো হয় অকথ্য অত্যাচার ও গণধর্ষণ। সেই সময় বহু মানুষ নদী পেরিয়ে পালিয়ে আসেন পশ্চিমবঙ্গে। অজস্র মেয়ের ঠাঁই হয় সোনাগাছির পতিতাপল্লীতে। এইভাবেই পালিয়ে আসে সাহু পরিবার। দেবেন, তার স্ত্রী চূর্ণী ও ভাই বারীনকে নিয়ে ওঠে বিকে পাল অ্যাভিনিউয়ে এক দালালের বাড়িতে। বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে পরিচয় পাল্টে একসময় দেবেন সেনাপতি হয়ে ওঠে গরিবের রবিনহুড ও সমাজের চোখে গ্যাংলর্ড। সত্তরের দশকের এক সত্য ঘটনা অবলম্বনে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন ‘দ্য সেনাপতিজ়’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন। অভিনয়ে রয়েছেন প্রতীক দত্ত, শাওলী চট্টোপাধ্যায়, শুভদীপ বন্দ্যোপাধ্যায়, চিরদীপ মিত্র, প্রদীপ চট্টোপাধ্যায়, রাজেশ মেহরা, সংঘমিত্রা তালুকদার, তানিশ চক্রবর্তী, সৌম্য সেনগুপ্ত ও কোয়েল গোস্বামী। 

প্রথম সিজ়নে দেবেন ও তার পরিবারের কলকাতায় চলে আসা ও নাম পাল্টে তারাপীঠের ইঁটভাটার মালিকের পরিচয় নিয়ে ক্রমশ প্রতিষ্ঠা পাওয়ার লড়াই দেখা গেছে। দ্বিতীয় সিজ়নে দেখা যাবে তার উত্থানের কাহিনী। রেডিওবাংলানেট-কে রিঙ্গো জানালেন, “দেবেন বিশ্বাস করত বড় হতে গেলে বড়মানুষদের সঙ্গে ওঠাবসা করতে হবে। দ্বিতীয় সিজ়নে দেবেন বোম্বে পাড়ি দেবে। সেখানে হাজী মস্তান ও দাউদ ইব্রাহিমের সঙ্গে পাল্লা দিয়ে সে ব্যবসা শুরু করবে। যেহেতু গল্পটা এই সময়ের নয়, তাই শুটিং এর কাজটা খুব কঠিন ছিল। সত্তর দশককে এই সময়ে এনে ফেলা খুব সহজ নয়। এই সিজ়নে প্রচুর অ্যাকশন দৃশ্য আছে, বন্দুকের লড়াই থাকছে। এমনকি মাথা কেটে ফেলার দৃশ্যও আছে। তবে কোনওটাই আরোপিত নয়। যা-যা এই গল্পে প্রয়োজন সেই সবই দেখানো হয়েছে।” 

আরও পড়ুন: আবারও বাংলায় জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিক

আগের সিজ়নে দেবেন ও চূর্ণীর ভূমিকায় অভিনয় করেছিলেন শুভ্রজিৎ কর ও প্রিয়ম চক্রবর্তী। মেগাধারাবাহিকে অভিনয়ের জন্য তাঁদের সঙ্গে ডেট সমস্যা হওয়ায় এবার দুই মূল চরিত্রে অভিনয় করবেন প্রতীক ও শাওলী। তবে কাহিনীর গভীরতার কারণে অভিনেতা বদল কোনও সমস্যা করবে না বলেই মনে করেন রিঙ্গো। “সিরিজ়টা এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেখানে সেনাপতির গল্পটাই আসল, কে অভিনয় করলেন সেটা বড় কথা নয়,” জানলেন তিনি। 


কিন্তু কে এই দেবেন সেনাপতি? সত্তরের দশকের কোন বাঙালি মাফিয়ার গল্প বলা হবে এই সিরিজ়ে? “দেবেন সেনাপতির জীবনের গল্প কাল্পনিক নয়, সত্যি ঘটনা। নব্বইয়ের দশকে আমি বিজ্ঞাপনের কাজে অনেকদিন বাংলাদেশে ছিলাম। সেখানে বেশ কিছু মানুষের সংস্পর্শে আসি যারা এই পরিবারটিকে চিনত। আমি এই শর্তে গল্পটা লিখি যে এই বিশেষ ব্যক্তিটির নাম আমি জানাব না। নকশালদের সঙ্গে সম্পর্কস্থাপন করে, তাদের কাজে লাগিয়ে ৪৭ বছর নিজেদের পরিচয় লুকিয়ে রাজত্ব করে গেছে সেনাপতি পরিবার। একবার হাজী মস্তান আর দাউদ এসেছিলেন কলকাতায়, মিস শেফালির নাচ হয়েছিল সেদিন ফারপোজ়ের লিডো রুমে। সেই দৃশ্যও থাকছে এই সিরিজ়ে” জানালেন রিঙ্গো।

১২টি পর্ব নিয়ে ২৭ ফেব্রুয়ারি আড্ডাটাইমসে মুক্তি পেতে চলেছে ‘দ্য সেনাপতিজ়’-এর দ্বিতীয় সিজ়ন। 

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *