‘রে’র ক্রিয়েটিভ কন্ট্রোল রাখতে চাননি, জানালেন সন্দীপ

RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায়, অভিষেক চৌবে ও ভাসান বালা পরিচালিত রে ওয়েব সিরিজ়টির ক্রিয়েটিভ কন্ট্রোল তিনি রাখতে চাননি বলে জানালেন সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্প, ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’, ‘বহুরূপী’, ‘বারীণ ভৌমিকের ব্যারাম’ ও ‘স্পটলাইট’ অবলম্বনে যথাক্রমে ‘ফর্গেট মি নট’, ‘বহরূপিয়া’, ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’ ও ‘স্পটলাইট’ তৈরি করেছেন সৃজিত, অভিষেক ও বালা। তবে মূল গল্পের পরিবর্তন নিয়ে দর্শকরা স্পষ্টতই দুভাগে বিভক্ত হয়ে গেছেন। একদল এই পরিবর্তনকে স্বাগত জানালেও অন্য পক্ষ তার চরম বিরোধীতা করেছে। গত কিছুদিন ধরে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম মিমও ছড়াচ্ছে । 

সত্যজিৎপুত্র সন্দীপ নিজে এখনও সিরিজ়টি দেখেননি বলে সেই সম্পর্কে কিছু বলতে চাননি। তবে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে বহুদিন আগে সত্যজিতের মোট ১২টা গল্পের স্বত্ব তিনি প্রযোজনা সংস্থাকে দিয়েছিলেন। এদিকে নানাজনের মুখ থেকে ‘রে’ সম্পর্কে প্রতিক্রিয়া শুনে তাঁর মনে হচ্ছে এরপর থেকে স্বত্ব দেবার ব্যাপারে আরও সতর্ক হওয়া প্রয়োজন। বাংলায় ‌সত্যজিতের রচনা অবলম্বনে কোনও কাজের স্বত্ব দিতে তাঁর আপত্তি নেই। পরিচিত কোনও পরিচালক যাঁর ওপর তিনি ভরসা করেন, তাঁর পরিকল্পনা শুনে যদি পছন্দ হয়, তবে স্বত্ব দেওয়ার ব্যাপারে তিনি নিশ্চয়ই ভাবনাচিন্তা করবেন। তবে হিন্দির ক্ষেত্রে স্বত্বপ্রদানে এবার থেকে বিশেষভাবে হুঁশিয়ার থাকা দরকার বলে মনে করছেন সন্দীপ। 

আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র

এবার থেকে তাঁর বাবার গল্পের স্বত্ব দেবার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন বলে স্থির করেছেন পরিচালক সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্প নিয়ে তৈরি ‘রে’ সিরিজ সম্পর্কে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ায় স্বত্ব দেবার ব্যাপারে তিনি এখন থেকে সাবধান হয়ে যাবেন বলে জানিয়েছেন সত্যজিৎ পুত্র। 

তবে ‘রে’র প্রযোজনা সংস্থা তাঁকে ক্রিয়েটিভ কন্ট্রোল রাখার প্রস্তাব দিলেও তিনি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সন্দীপ। যেহেতু তিনজন সফল পরিচালক কাজ করবেন এবং তিনি নিজেও তাঁদের সমসাময়িক, তাই সন্দীপ অন্যের কাজে হস্তক্ষেপ করতে চাননি । বরং তাঁদের সম্পূর্ণ স্বাধীনতাই দিতে চেয়েছিলেন তিনি।



যে কোনও কাজের ক্ষেত্রেই দর্শকদের সমালোচনা আসবে, এ কথাও মেনে নিয়েছেন সন্দীপ। সত্যজিতের ছোটগল্পগুলি নিয়ে ভবিষ্যতে সিরিজ় বা কয়েকটা গল্পকে নিয়ে ছবি তৈরির ইচ্ছে তাঁর রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সত্যজিতের গল্পের স্বত্ব তিনি সহজে কাউকে দেন না এমন অভিযোগ তাঁর কানে এসেছে। সন্দীপ মনে করেন, স্বত্ব না দিলেও মুশকিল আবার এখন দিলেও মুশকিল।

এ বছর সত্যজিতের জন্মশতবার্ষিকী হওয়ায় তাঁকে ঘিরে বেশ কিছু প্রজেক্টকে ছাড়পত্র দিয়েছেন সন্দীপ। তবে এরপর থেকে সত্যজিতের জীবনী অবলম্বনে অন্য কোনও প্রজেক্টের ক্ষেত্রে তাঁর এবং রে সোসাইটির অনুমোদন লাগবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।  

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *