লন্ডনে প্রদর্শিত সৃজিতের ‘পদাতিক’
RBN Web Desk: লন্ডনে প্রদর্শিত হলো সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘পদাতিক’। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রথমবার সাধারণ দর্শকের সামনে দেখানো হলো। মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে তৈরি এই ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়াও রয়েছেন মনামি ঘোষ, সম্রাট চক্রবর্তী ও কোরক সামন্ত।
গতবছরের শেষের দিকেই জানা গিয়েছিল কিংবদন্তি পরিচালকের শতবর্ষ উপলক্ষে তাঁর বায়োপিক তৈরি করতে চলেছেন সৃজিত। মৃণালের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের তারকা চঞ্চলকে। জানুয়ারি মাসে ছবির প্রথম লুক প্রকাশ করে দর্শককে চমকে দেন সৃজিত। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছিল ছবিটির প্রথম স্ক্রিনিং হতে চলেছে লন্ডনে। সেই উদ্দেশ্যে দিন পাঁচেক আগে সৃজিত এবং চঞ্চল বিলেতে পাড়ি দেন। গতকাল স্ক্রিনিংয়ের পর বহু দর্শক ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ফিল্ম ফেস্টিভ্যালের শেষ ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে ‘পদাতিক’।
আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?
উল্লেখ্য মৃণাল সেনের জন্মশতবর্ষ উদযাপন চলবে আগামী বছর মে পর্যন্ত। লন্ডনের পর দক্ষিণ ভারতের কেরাল চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘পদাতিক’। ভারতে ছবিটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ছবি: ফেসবুক