পঞ্চাশে প্রসেনজিৎ-ঋতুপর্ণা
RBN Web Desk: জুটি হিসেবে ৫০তম ছবি করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অবুঝ মন’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তাঁরা। ছবিটি পরিচালনা করেছিলেন স্বপন সাহা। ১৯৯৯ সালে মুক্তি পায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ১০টি ছবি।
শেষবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। আবারও কৌশিকের ছবি দিয়েই বড়পর্দায় ফিরছেন তাঁরা। ছবির নাম এখনও পর্যন্ত ঠিক না হলেও শ্যুটিং শুরু হয়ে গেছে।
আরও পড়ুন: অ্যাকশন ছবিতে সানি
উল্লেখ্য, মাঝখানে ১৬ বছর একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করেননি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। ২০১৫ সালে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘প্রাক্তন’ ছবি দিয়ে জুটি হিসেবে ফের বড়পর্দায় আসেন তাঁরা।
শোনা যাচ্ছে, সম্পর্কের কাহিনি নিয়ে তৈরি হচ্ছে কৌশিকের নতুন ছবি। অন্যান্য চরিত্রে কারা থাকছেন তা এখনও জানা যায়নি।
ছবি: ফেসবুক