জুটি বাঁধছেন তনুশ্রী-ঈশান
RBN Web Desk: বনেদি পরিবারের ছেলে ঈশান। ছোটবেলায় সে বাবাকে হারিয়েছে। বছর দুয়েক হলো জেঠু শিবাশিস ও মা অলোকার সঙ্গে সে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। সেখানে তাদের আদিবাড়ি। শিবাশিস পেশায় উকিল। ঈশান পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। তার আঁকার হাতও ভালো।
আরও পড়ুন: কবে শেষ শুটিং? জানাল প্রযোজনা সংস্থা
ওদিকে তিলোত্তমার স্বামী বছর সাতেক হলো মারা গেছে। শুধু তাই নয়, তিলোত্তমার জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য । সময়ের কাছে হার মেনে যাওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে, আচমকাই একদিন মিঠে রোদের মতো উপস্থিত হয় ঈশান। একতরফা ভালোবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে, সমস্ত বাধা অতিক্রম করে তারা কি একসঙ্গে থাকতে পারবে? এই নিয়েই তাঁর প্রথম প্রেমের ছবি ‘চিরসখা হে…’ পরিচালনা করতে চলেছেন অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়।
অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়
এই ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী ও ঈশান মজুমদার। এই প্রথম জুটি বাঁধছেন তাঁরা। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বরুণ চন্দ ও মিঠু চক্রবর্তী।
শীঘ্রই শুরু হবে ‘চিরসখা হে…’-এর শুটিং।