আবারও পাঁচে ‘শ্রীময়ী’
RBN Web Desk: আবারও পাঁচে ‘শ্রীময়ী’। গত সপ্তাহেও ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ তালিকায় একই স্থান দখলে রেখেছিল এই ধারাবাহিক। ‘শ্রীময়ী’র নাম ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, চিত্রা সেন ও উষশী চক্রবর্তী। গতকাল প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা।
তবে এই সপ্তাহেও ১০.০ রেটিং নিয়ে সেরার সেরা স্থান নিজের দখলে রেখেছে ‘ত্রিনয়নী’। পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে এক নম্বরে রয়েছে ‘ত্রিনয়নী’। দু’নম্বরে রয়েছে আরেক শ্যামা মেয়ের গল্প ‘কৃষ্ণকলি’। দুটি ধারাবাহিকের মধ্যে রেটিংয়ের ফারাক অনেকটাই। এ সপ্তাহে ‘কৃষ্ণকলি’র প্রাপ্ত নম্বর ৮.৮।
আরও পড়ুন: ‘ভালো চরিত্রের অভাব আমার কোনওদিন হবে না’
অন্য দিকে বেড়েছে ‘নেতাজি’র রেটিং। আগামী সপ্তাহগুলিতে আরও ভালো ফল করার সম্ভাবনা রয়েছে এই ধারাবাহিকটির। এই ধারাবাহিকে সম্প্রতি শুরু হয়েছে পরিণত বয়সের ‘নেতাজি’র ট্র্যাক। সেই ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বসু।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১১টি ধারাবাহিক এরকম।
১. ‘ত্রিনয়নী’ (১০.০)