লক্ষ্মীলাভের আশায় ফিরছেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়
RBN Web Desk: কিছুদিন আগেই শেষ হয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। তবে শেষ হতে না হতেই আবারও লক্ষ্মীর আগমন হতে চলেছে ছোট পর্দায়। সংসার সুখের হয় রমণীর গুণে ধারাবাহিকে দর্শকমন জয় করে নিয়েছিলেন তখন সদ্য কিশোরী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় । সেই বিজয়লক্ষ্মী এখন তরুণী, প্রধান চরিত্রে ফিরছেন এক নতুন ধারাবাহিকে।
সূত্রের খবর, শিঘ্রই এক প্রথম সারির বিনোদন চ্যানেলে শুরু হতে চলেছে মেগা ধারাবাহিক রানু পেল লটারি। এই ধারাবাহিকেই নায়িকার ভূমিকায় দেখা যাবে বিজয়লক্ষ্মীকে। সম্প্রচার শুরুর তারিখ এখনও না জানা গেলেও, এ মাসের শেষের দিক থেকে শুরু হতে পারে, এমনটাই দাবী সূত্রের।
সন্ন্যাসী রাজা, নাকি রাজকীয় প্রতারক?
রানু পেল লটারি মূলত কমেডি-নির্ভর ধারাবাহিক আর এমন চরিত্রে অভিনয় করতে যথেষ্ট পারদর্শী বিজয়লক্ষ্মী। গল্পে তিনি (রানু) এক সম্ভ্রান্ত পরিবারে মালির মেয়ে। টানাটানির সংসার। কিন্তু কপাল জোরে এই রানুই একদিন জিতে নেবে একটি লটারি। তারপর শুরু হবে নানান ঘটনা ও ঘাত-প্রতিঘাত। এই নিয়েই এগোতে থাকবে গল্প।
ধারাবাহিকটিতে নায়কের চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। তবে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বাগতা মুখোপাধ্যায় ও ভাস্কর চট্টোপাধ্যায়।