‘শেষের কবিতা’য় এবার করোনার আবহ
RBN Web Desk: দীর্ঘ লকডাউন কাটিয়ে ধীরে-ধীরে পুরোনো ছন্দে ফিরছে টেলিপাড়া। সম্প্রচার হচ্ছে সব ধারাবাহিকের নতুন পর্ব। শুরু হয়েছে ‘প্রথমা কাদম্বিনী’, ‘যমুনা ঢাকি’র মতো বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। তবে কাজের পরিবেশে অনেক কিছুতেই বদল এসেছে। একসঙ্গে আড্ডা দেওয়া, চায়ের ভাঁড়ে চুমুক নেই। স্টুডিও চত্বরে প্রত্যেকের মুখে মাস্ক, হাতে গ্লাভস। পিপিই পোশাক ও ফেস শিল্ড পরে মেকআপ করানো হচ্ছে শিল্পীদের। ব্যস্ত টলিপাড়া যেন ভয়ে ত্রস্ত। অবলীলায় হাতে ফোন নিয়ে ঘুরে বেড়ানো এখন বন্ধ। চরিত্র অনুযায়ী পোশাকের পাশাপাশি মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজ়ার এখন নিত্যদিনের সঙ্গী।
করোনার ভয় সম্পূর্ণভাবে কাটতে এখনও অনেক দেরি। সেই ভয়কে সঙ্গী করেই আবারও টেলিভিশনের পর্দায় আসছেন ‘শেষের কবিতা’ বৃদ্ধাবাসের বাসিন্দারা। ‘আমার ঠিকানা তাই…বৃদ্ধাশ্রম’-এর প্রবল জনপ্রিয়তা মাথায় রেখেই এবার আসছে ‘বৃদ্ধাশ্রম ২’। এবারও দুই কেন্দ্রীয় চরিত্রে থাকছেন লিলি চক্রবর্তী ও ছন্দা চট্টোপাধ্যায়। ‘আমার ঠিকানা তাই…বৃদ্ধাশ্রম’-এ যশোদার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এবারও একই ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: ‘উৎসব এর পরে’ ঋতুপর্ণ ট্রিবিউটে কৌশিক, ঋতব্রত
পরিচালক দেবীদাস ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানালেন যে এবার করোনার আবহ থাকবে ধারাবাহিকে। কীভাবে বিশ্ব নিউ নর্মালে অভ্যস্ত হচ্ছে, তার কথাও বলা হবে।
লিলি জানালেন যে তাঁর বাড়ির লোকেরা প্রথমে রাজি হননি। পরে সবাইকে কাজ করতে দেখে তিনি নিজেও উৎসাহী হন। তাছাড়া ‘বৃদ্ধাশ্রম’-এর মতো একটি ধারাবাহিকে কাজ না করার কোনও প্রশ্নই নেই, বললেন বর্ষীয়ান অভিনেত্রী।