কলকাতায় কেউ ডাকে না: রজত
কলকাতা: এই শহরে কেউ তাঁকে কাজের জন্য ডাকে না বলে জানালেন হিন্দী ছবির জনিপ্রয় অভিনেতা রজত কাপুর। বাংলায় ২০১০-এ অপর্ণা সেনের ‘ইতি মৃণালিনী’ ছবির পর তাঁকে আবার দেখা যাবে পরিচালক সৌরভ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ় ‘শব্দজব্দ’র অন্যতম কেন্দ্রীয় চরিত্রে। এই সিরিজ়ের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, সুব্রত দত্ত, মুমতাজ সরকার, কঙ্কনা চক্রবর্তী, সলোনি পান্ডে, কৌশিক রায় ও সৌরভ নিজে।
সম্প্রতি শহরে ‘শব্দজব্দ’ সংক্রান্ত এক অনুষ্ঠানে রেডিওবাংলানেট-কে রজত জানালেন, “আমি তো বাংলায় কাজ করতেই চাই। ভালো চরিত্র পেলে নিশ্চয়ই করব। কিন্তু কেউ না ডাকলে কী আর করা যাবে?”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
নাট্যব্যক্তিত্ব হিসেবেই অধিক পরিচিত রজত। প্রায়ই নাটক নিয়ে কলকাতায় আসেন তিনি। এই শহরকে নিয়ে উচ্ছসিত রজত জানালেন, “কলকাতা আমার অত্যন্ত প্রিয় শহর। নিজের একাধিক নাটক নিয়ে এখানে এসেছি আমি। মুম্বইয়ের পরে সবচেয়ে জীবন্ত কোলাহলের শহর বলা যায় কলকাতাকে।”
আজ থেকে শুরু হয়েছে ‘শব্দজব্দ’র সম্প্রচার।
ছবি: গার্গী মজুমদার