আবারও পিছিয়ে গেল সোনিকা সিং চৌহান মৃত্যু মামলা
RBN Web Desk: আবারও পিছিয়ে গেল মডেল সোনিকা সিং চৌহান মৃত্যু মামলা। আলিপুর জেলা ও দায়রা আদালতের ১৬ নম্বর এজলাসে কোনও বিচারক না থাকায় প্রায় ছ’মাসেরও বেশি সময় ধরে পিছিয়ে যাচ্ছে এই মামলার শুনানি। কলকাতা হাইকোর্ট দ্রুত বিচার শুরু করার জন্য নির্দেশ দিলেও বিচারক না থাকায় থমকে আছে অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের কাজও।
এদিকে শুনানির এজলাস বদলাতে জেলা বিচারকের কাছে আবেদন করেছিল সোনিকার পরিবার। গতকাল আলিপুর জেলা আদালতে এই সংক্রান্ত শুনানিতে উপস্থিত ছিলেন না সরকারি কৌঁসুলি। সোনিকার পরিবারের আইনজীবী এই আবেদন সংক্রান্ত কোনও নথিও দেননি অন্য পক্ষের আইনজীবীকে। তাই সেই আবেদন এদিন মঞ্জুর করেনি আদালত।
কাটতে চলেছে শিল্পীদের বকেয়া পারিশ্রমিকের জট, জানাল ফোরাম
সোনিকার পরিবারের আইনজীবী বলেন, ১৬ নম্বর এজলাসে বিচারকের অনুপস্থিতিতে বিলম্বিত হচ্ছে এই মামলা। চার্জ গঠননের কাজও আটকে রয়েছে। তিনি অন্য এজলাসে সোনিকা মৃত্যু মামলা স্থানান্তরের আর্জি জানান।
বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এর বিরোধীতা করে বলেন, এই আবেদনের বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি, কোনও নথিও পাননি তাঁরা। তাছাড়া সরকারি কৌঁসুলিও অনুপস্থিত।
পৌষমেলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিশ্বভারতীর
সব শুনে আদালত দু’সপ্তাহ পরে ফের এই মামলার শুনানির দিন ধার্য করেছে।
২৯ এপ্রিল ২০১৭-তে দক্ষিণ কলকাতায় একটি শপিং মলের সামনে গাড়ি দুর্ঘটনার মৃত্যু হয় সোনিকার। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় মাত্রাতিরিক্ত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম।