সোশ্যাল মিডিয়ায় কি সবাই সুখী দম্পতি? উত্তর খুঁজছেন পরিচালক শ্রীলেখা
RBN Web Desk: শ্রীলেখা মিত্র যে পরিচালনায় আসছেন এ কথা এতদিনে সবারই জানা। দীর্ঘদিন সিনেমা ও টেলিভিশনে অভিনয় করার পর স্বল্পদৈর্ঘ্যের থ্রিলার ছবি ‘বিটার হাফ’ দিয়ে পরিচালনার জগতে পা রাখলেন তিনি। ছবিতে অভিনয় করেছেন ভরত কল, চান্দ্রি মুখোপাধ্যায় ও শ্রীলেখা নিজে।
হঠাৎ পরিচালনায় আসার সিদ্ধান্ত নিলেন কেন? উত্তরে শ্রীলেখা রেডিওবাংলানেট-কে জানালেন “কোনওদিনই আগে থেকে ভাবিনি। হঠাৎ করেই মনে হলো ছবি পরিচালনা করব। আমি তো চিরকালই আবেগপ্রবণ। কোনওদিনই খুব একটা প্ল্যান করে কিছু করিনি। ইচ্ছে হলো করে ফেললাম। আমি জানতাম কাজটা আমি জানি। তবে নিজের কাছে নিজে দেখে নেবার একটা ব্যাপার তো থাকেই। থিওরিটিক্যালি কাজটা জানতাম, এবার প্র্যাকটিক্যালি করে দেখলাম যে হ্যাঁ আমি পারি।”
আরও পড়ুন: দেশজুড়ে বাংলা ধারাবাহিকের রমরমা
ছবির গল্প স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে। অর্থাৎ ‘বেটার হাফ’ শব্দ থেকেই ‘বিটার হাফ’ আসছে বলে জানালেন শ্রীলেখা। “এটাকে সম্পর্কের গল্প বলা যায়, আবার সাইকোলজিক্যাল থ্রিলারও বলা যেতে পারে। ও হেনরির ‘গিফট অফ দ্য ম্যাজাই’তে আমরা দেখেছি স্বামী-স্ত্রীর একে অপরকে দেওয়া উপহার শেষমেশ কোনও কাজেই আসছে না। আর এখন তো সবই সোশ্যাল মিডিয়া নির্ভর। দাম্পত্য সম্পর্ক তিক্ত হলেও তারা ফেসবুকে খুব সুখী দম্পতি হিসেবে নিজেদের তুলে ধরে। এই ধারণার ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে ‘বিটার হাফ’,” জানালেন তিনি।
এই মুহূর্তে প্রেক্ষাগৃহে ছবি মুক্তি নিয়ে সমস্যা থাকায় ছোটছবি করার কথা তাঁর মাথায় আসে বলে জানালেন শ্রীলেখা। ভবিষ্যতে প্রযোজক পেলে ফিচার ছবিও করতে চান তিনি।
‘বিটার হাফ’-এ ভরত ও চান্দ্রি থাকবেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। তবে তাঁর নিজের অভিনীত চরিত্রটিতে একটা চমক থাকবে বলে জানালেন শ্রীলেখা। থ্রিলার ছবি দিয়ে পরিচালনায় আসার প্রসঙ্গে তিনি জানালেন, “আমি একটু বেশিই হলিউড বা এখন যে ধরণের কাজগুলো ডিজিটাল (ওটিটি) মাধ্যমে হচ্ছে সেগুলো দেখি। প্রচুর আন্তর্জাতিক ছবি আর সিরিজ় দেখছি। সেখান থেকে থ্রিলার করার ইচ্ছেটা হয়তো ভাবনায় আসে। তবে কোনও গল্প থেকে অনুকরণ বা অনুসরণ নয়, এটুকু বলতে পারি।”
ছবির কাহিনী শ্রীলেখার নিজের। ইন্দ্ররূপ ভট্টাচার্যের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন তিনি। এই ছবির সিক্যুয়েলও তৈরি হতে পারে বলে জানালেন তিনি। আপাতত পোস্টপ্রোডাকশনের কাজ চলছে। এরপর বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে তারপর মুক্তি পাবে ‘বিটার হাফ’।