পরিণীতির নিশানায় টোটা, মুক্তি পেল ট্রেলার

RBN Web Desk: মুক্তি পেল পরিণীতি চোপড়া, অদিতি রাও হায়দারি, টোটা রায়চৌধুরী ও কীর্তি কুলহারি অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর ট্রেলার। ব্রিটিশ লেখিকা পলা হকিন্সের কাহিনী অবলম্বনে ২০১৬ সালে মুক্তি পেয়েছিল হলিউড থ্রিলার ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। সেই ছবিরই হিন্দি সংস্করণ পরিচালনা করেছেন রিভু দাশগুপ্ত।

‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর ট্রেলারে সিংহভাগ অংশেই রয়েছেন পরিণীতি। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির পটভূমি লন্ডন।

আরও পড়ুন: দেশজুড়ে বাংলা ধারাবাহিকের রমরমা

এর আগে অমিতাভ বচ্চন, বিদ্যা বালান, নওয়াজ়উদ্দিন সিদ্দিকী অভিনীত ‘তিন’ ছবিটি পরিচালনা করেছিলেন রিভু।

কীর্তি ও টোটা এর আগে মধুর ভান্ডারকর পরিচালিত ২০১৭ সালের ছবি ‘ইন্দু সরকার’-এ অভিনয় করেছিলেন।

২৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’।

ছবি: গার্গী মজুমদার

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *