ইন্দ্রদীপের সুরে মুক্তি পেল ‘গুমনামী’র প্রথম গান

কলকাতা: ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে ও সোনু নিগমের কণ্ঠে মুক্তি পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘গুমনামী’র প্রথম গান ‘সুভাষজী’। নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান অনুসন্ধানের জন্য গঠিত মুখার্জী কমিশনের রিপোর্ট অবলম্বনে সৃজিতের পরবর্তী ছবি ‘গুমনামী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী ও বিপ্লব দাশগুপ্ত। আজ সল্টলেকে নেতাজী মূর্তির সামনে ‘সুভাষজী’র আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন এই ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা।

“নেতাজীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এর থেকে উপযুক্ত গান বোধহয় আর হয় না,” বললেন প্রসেনজিৎ। “এটা আমি তাঁর চরিত্রে অভিনয় করেছি বলে বলছি না। অনেক গানই অনেকদিন বাদে শোনার পর একটা দারুণ অনুভুতির সৃষ্টি হয়। ‘সুভাষজী’ সেরকমই একটা গান।”

আরও পড়ুন: গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই

এই গানটির মূল উদ্যোক্তা ছিলেন আইএনএ’র ক্যাপ্টেন আবিদ আলি। অনেকে মিলে গানটির কথা লেখেন। সুরও করেন তাঁরাই। ১৯৪৩ সালে নেতাজীকে উৎসর্গ করে গাওয়া হয় ‘সুভাষজী’।

“গানটির কথা যেহেতু হিন্দীতে, সেই জন্য হিন্দীভাষী কাউকে দিয়ে গাওয়ানোটাই উপযুক্ত মনে হয়েছিল আমার,”  জানালেন ইন্দ্রদীপ। “অসামান্য গেয়েছে সোনু। আর ‘গুমনামী’র আবহ সঙ্গীতের ক্ষেত্রে মূলত পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত ব্যবহার করেছি।”

২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘গুমনামী’।

ছবি: অর্ক গোস্বামী

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *