‘কণ্ঠী’ শব্দটা যন্ত্রণার: কৌশিক গাঙ্গুলী
কলকাতা: “কণ্ঠীশিল্পীরা সারাজীবন সঙ্গীতের সাধনা করেন, গানকে ভালোবাসেন, কিন্তু স্বতন্ত্র কোনও গায়ক হয়ে উঠতে পারেন না। এরকম কোনও শিল্পী শুধুমাত্র ‘কণ্ঠী’ হিসেবেই চিহ্নিত হন। এই শব্দটা একটা যন্ত্রণার। নিজস্ব গায়কী থাকে না বলে, এঁরা স্বতন্ত্র শিল্পী হয়ে ওঠেন না কোনওদিনই।” তাঁর আসন্ন ছবি কিশোর কুমার জুনিয়র সম্পর্কে সম্প্রতি সংবাদমাধ্যমকে এমনটাই বললেন পরিচালক কৌশিক গাঙ্গুলী।
এই ছবিতে এক কিশোরকণ্ঠী শিল্পীর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, মাসুদ আখতার, রাজেশ শর্মা, ও ঋতব্রত মুখার্জী।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
“যখন কাউকে কণ্ঠীশিল্পী বলা হয়, তখন তাকে গালাগাল দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু কখনওই নয়। তবে এটা তাঁকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি নকল, তোমার কোনও নিজস্বতা নেই। এই ‘তুমি কেউ নও’টাই এঁদের জীবনে সবথেকে বড় কষ্ট। তবে এটাও ঠিক এঁরা আসল শিল্পীর গান পৌঁছে দেন সেই সব জায়গায় যেখানে হয়ত কিশোর কুমার, মহম্মদ রফি বা আশা ভোঁসলের মত শিল্পীরা কোনওদিনই যেতেন না। বহু প্রত্যন্ত গ্রামে গিয়ে আসল শিল্পীর গান জনপ্রিয় করেছেন কণ্ঠীশিল্পীরা,” বললেন কৌশিক।
পুজোয় মুক্তি পেতে চলেছে কিশোর কুমার জুনিয়র।