আবারও ষড়যন্ত্রের শিকার তিতলি
RBN Web Desk: ফের নতুন ষড়যন্ত্রের শিকার তিতলি। অনেক জীবনযুদ্ধের পর অবশেষে সে নিজের স্বপ্ন পূরণ করেছে। তিতলি কানে শুনতে পায় না, অথচ আকাশে উড়তে চায়। সে পাইলট হতে চায়। বিশেষ ক্ষমতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সমস্ত শারীরিক প্রতিকূলতাকে জয় করে অবশেষে বিমানচালিকা হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠা করে। তিতলির এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে গোটা পরিবারে। কিন্তু রিহানার ষড়যন্ত্রে ফের ওলটপালট হতে চলেছে তিতলির জীবন।
রিহানার চক্রান্তে সোনা পাচারের মিথ্যে অভিযোগ ওঠে তিতলির বিরুদ্ধে। ভাগ্যের ফেরে নির্দোষ প্রমাণিত করার আগেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে যায় তিতলি। তিতলি কি রেহানার পাতা এই মরণফাঁদ ছিঁড়ে বেরিয়ে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে?
আরও পড়ুন: ‘সিন্ডিকেট’-এর বেড়াজালে সাহেব, সৌরসেনী
আগামী সপ্তাহে এরকমই নতুন চমক নিয়ে হাজির হবে ‘তিতলি’র বেশ কয়েকটি পর্ব। শুভ্রজ্যোতি মাইতি ও সুমন্ত চক্রবর্তীর পরিচালনায় এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক। তাঁর অভিনীত চরিত্রের নাম সানি। এক ফুড ব্লগারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন মধুপ্রিয়া চৌধুরী। ‘তিতলি’র চিত্রনাট্যকার সুশান্ত দাস, নন্দলাল মজুমদার ও সায়ন্তনী ভট্টাচার্য। এই ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন মধুপ্রিয়া চৌধুরী।
৮ ফেব্রুয়ারি থেকে স্টার জলসার পর্দায় দেখা যাবে ‘তিতলি’র ‘মহা সোমবার’ পর্ব।