না জানিয়ে বাদ, ক্ষোভ শ্রীলেখার
RBN Web Desk: জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ থেকে বাদ পড়লেন শ্রীলেখা মিত্র। বারো বছর ধরে এই শোয়ের বিচারকের আসনে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং রজতাভ দত্তের সঙ্গে দেখা গেছে শ্রীলেখাকে। মীর আফসার আলির সঞ্চালনায় দুই বাংলায় সমানতালে জনপ্রিয় এই শো। সেই শো থেকেই শেষ পর্যন্ত বাদ দেওয়া হলো তাঁকে।
শ্রীলেখার অভিযোগ, আচমকা বিনা নোটিসে তাঁকে না জানিয়ে ‘মীরাক্কেল’ থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। চ্যানেল ও প্রযোজনা সংস্থাকেও একহাত নিয়েছেন শ্রীলেখা।
বেশ কিছুদিন আগে বাংলা চলচ্চিত্র জগতে ঘটতে থাকা স্বজনপোষণের ব্যাপারে মুখ খোলেন শ্রীলেখা। জনসমক্ষে বেশ কয়েকজন নামকরা অভিনেতা, অভিনেত্রী ও প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। শ্রীলেখা দাবি, সেই ‘সত্যি কথা’ বলার কারণেই ‘মীরাক্কেল’ থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। তাঁকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। এতেই সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন তিনি।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
২০০৮ থেকে ‘মীরাক্কেল’-এর সঙ্গে যুক্ত শ্রীলেখা। ২০১৫-তে এই শোয়ের নবম সিজ়ন সম্প্রচারিত হয়। ‘মীরাক্কেল’-এর দশম সিজ়ন আসছে এ বছর। শ্রীলেখার পরিবর্তে নতুন বিচারকের ভূমিকায় কাকে দেখা যাবে সেটাই প্রশ্ন।