সেঞ্চুরি হাঁকাতে চলেছে ‘রান্নাবান্না’
RBN Web Desk: সেঞ্চুরি হাঁকাতে চলেছে ‘রান্নাবান্না’। সেই আনন্দের ঘ্রাণ ছড়িয়ে পড়তে চলেছে আপামর দর্শকমহলে। মা-ঠাকুমার লাল মলাটের খাতায় লেখা রেসিপি থেকে শুরু করে বর্তমানের কুকিং ব্লগ, রান্নার সঙ্গে বাঙালির সম্পর্ক চিরজন্মের।
১০০ দিন ধরে বিভিন্ন রেসিপির স্বাদে গন্ধে দর্শকের জিভে জল এনে দিয়েছে ‘রান্নাবান্না’। ১০০ পর্বের উদযাপনে থাকছে বেশ কিছু চমক। থাকছে ১০০ পাউন্ডের স্পেশাল কেক। তবে বাঙালির অনুষ্ঠান আর সেখানে মিষ্টি থাকবে না এ হতেই পারেনা। তাই কেকের পাশাপাশি থাকছে ১০০ বছরের পুরনো বৈকুণ্ঠভোগের রেসিপিও।
আরও পড়ুন: আমার তামিল উচ্চারণ শুধরে দিয়েছিলেন বালু: আশা
‘রান্নাবান্না’র কর্ণধার শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানালেন, “বাঙালি মানেই খাদ্যরসিক। নতুন-নতুন খাবারের রেসিপি শিখতে আমরা আগ্রহী। আজ তাদেরই ভালোবাসায় আমরা ১০০ পর্বে পৌঁছেছি। ভবিষ্যতে আরও আকর্ষণীয় পর্ব উপস্থাপন করতে পারব বলে আশা রাখি।”
দুর্গোৎসবের সাজে সজ্জিত হবে ১০০ পর্বের ‘রান্নাবান্না’র সেট। সঞ্চালক অপরাজিতা আঢ্যর সঙ্গে উপস্থিত থাকবে ‘গোপাল ভাঁড়’ খ্যাত রক্তিম সামন্ত।
আজ দুপুর ৩.০০ স্টার জলসায় দেখা যাবে ‘রান্নাবান্না’র শততম পর্ব।