রাসমণীর বাইরে এবার সম্পূর্ণ অন্য লুকে দিতিপ্রিয়া
RBN Web Desk: ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। সেই দিতিপ্রিয়া রায়কেই এবার দেখা যাবে এক সম্পূর্ণ অন্য লুকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাস অবলম্বনে শুভ্রজিৎ মিত্র পরিচালনা করেছেন ‘অভিযাত্রিক’। এই উপন্যাসের প্রথম অংশটি নিয়ে পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে। সেই উপন্যাসেরই বাকি অংশ নিয়ে ছবি করেছেন শুভ্রজিৎ। ‘অভিযাত্রিক’-এ অপুর স্ত্রী অপর্ণার চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। অপুর ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে।
আজ প্রকাশ পেল দিতিপ্রিয়ার এই নতুন লুক।
‘অপুর সংসার’-এ অপর্ণার ভূমিকায় অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর। অপুর চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুভ্রজিতের ছবিতে শর্মিলার জুতোতেই পা গলালেন দিতিপ্রিয়া।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
অর্জুন ও দিতিপ্রিয়া ছাড়াও ‘অভিযাত্রিক’-এ অভিনয় করেছেন রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, সোহাগ সেন, বরুণ চন্দ ও রূপাঞ্জনা মিত্র। অপু ও অপর্ণার ছেলে কাজলের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান মুখোপাধ্যায়কে। ছবির সঙ্গীতের দায়িত্বে আছেন বিক্রম ঘোষ।
ছবিটি উপস্থাপন করছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মধুর ভান্ডারকর। কলকাতা ছাড়াও বেনারস, গরুবাথান, টাকি ও বোলপুরে ক্যানবন্দী করা হয়েছে ‘অভিযাত্রিক’। সম্পূর্ণ ছবিটি তোলা হয়েছে সাদাকালোয়।
আগামী বছর শুরুর দিকে মুক্তি পাবে ‘অভিযাত্রিক’।