আবারও বাংলা ওয়েব সিরিজ়ে স্বস্তিকা
RBN Web Desk: কিছুদিন আগে ‘পাতাললোক’ সিরিজ়ে ডলি মেহরার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এবার এক জনপ্রিয় ওভার দ্য টপ (ওটিটি) মাধ্যমে একটি বাংলা ওয়েব সিরিজ়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সূত্রের খবর, পরিচালক দেবালয় মুখোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ সিরিজ়ের তৃতীয় সিজ়নে দেখা যাবে স্বস্তিকাকে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘চরিত্রহীন’ অবলম্বনে দেবালয় পরিচালিত একই নামের ওয়েব সিরিজ়ের দুটি সিজ়ন সম্প্রচারিত হয় ২০১৮ ও ২০১৯-এ। দুই সিজ়ন মিলিয়ে কিরণ, সতীশ, সাবিত্রী, নিরুপমা, অভয় চরিত্রগুলি প্রবল জনপ্রিয়তা লাভ করায় আসতে চলেছে এই সিরিজ়ের পরবর্তী সিজ়ন। এখানেই চমক হিসেবে থাকছেন স্বস্তিকা। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
বর্তমানে সিরিজ়টির শুটিং চলছে। ‘চরিত্রহীন’ সিরিজ়ে এর আগে অভিনয় করেছেন নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, মুমতাজ সরকার, শ্বেতা ভট্টাচার্য ও সৌরভ চক্রবর্তী।
এর আগে বাংলায় ‘দুপুর ঠাকুরপো’ সিরিজ়ে অভিনয় করেছেন স্বস্তিকা। এটি তাঁর অভিনীত দ্বিতীয় বাংলা ওয়েব সিরিজ় হতে চলেছে।