সরস্বতী পুজোয় খড়্গহস্ত দেব, ধ্রুব

RBN Web Desk: তিনি সঙ্গীত ও বিদ্যার দেবী, হাতে বীণা। সেই সরস্বতী পুজোর দিনই খড়্গহস্তে দেখা গেল অভিনেতা দেব (Dev) আর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে (Dhrubo Banerjee)। একরকম লড়াইয়ের প্রস্তুতিই বলা চলে। আসলে দীর্ঘ অপেক্ষার পর আজ ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) ছবির মহরত হলো।

ছবির নাম ভূমিকায় থাকছেন দেব। ধ্রুবর পরিচালনায় বাংলার বিখ্যাত বা কুখ্যাত ত্রাস রঘু ডাকাতকে নিয়ে ছবি হওয়ার কথা ঘোষণা হয় ২০২১ সালে। চার বছর পার করে অবশেষে সেই ছবি আসতে চলেছে। 

প্রথম থেকেই এ ছবির মুখ্য ভূমিকায় থাকার কথা ছিল দেবের। ধ্রুবর সঙ্গে জোট বেঁধে ২০২১-এই মুক্তি পেয়েছিল দেবের ‘গোলন্দাজ’। বাংলার বিখ্যাত ফুটবল তারকা নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের গল্প নিয়ে তৈরি এই ছবিতে নামভূমিকায় ছিলেন তিনি। ছবিটি দুর্গাপুজোর সময় মুক্তি পেয়ে ব্লকবাস্টার হয়। ছবি মুক্তির একমাসের মধ্যেই ‘রঘু ডাকাত’-এর ঘোষণা করেছিলেন ধ্রুব।

Raghu Dakat

খড়্গহস্ত রূপাও

মূলত বাংলার ঐতিহ্য ও ইতিহাসকেই তাঁর ছবির মাধ্যমে তুলে ধরেন ধ্রুব। তাঁর সোনাদা সিরিজ়ের ছবিগুলিও সেই উদ্দেশ্য নিয়েই তৈরি। ২০১৮ ও ২০১৯-এ ‘গুপ্তধনের সন্ধানে’ ও ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ছবির পর ২০২২-এ মুক্তি পেয়েছিল এই সিরিজ়ের তৃতীয় ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। বাংলার প্রাচীন ইতিহাসকে অবলম্বন করে অ্যাডভেঞ্চার ও রহস্য কাহিনি নির্ভর ছবি হিসেবে আশাজনক ব্যবসা করেছিল এই সিরিজ়ের ছবিগুলি।

আরও পড়ুন: সার্থক চেম্বার ড্রামা

কথা ছিল ২০২২ সালের মাঝামাঝি শুরু হবে ‘রঘু ডাকাত’ ছবির শুটিং। যে কোনও কারণেই হোক সেই সময় ছবির শুটিং শুরু করা যায়নি। আজ মহরতের পর শুরু হলো শুটিং। দেব ছাড়াও ছবিতে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পল ও রূপা গঙ্গোপাধ্যায়।

বাংলার ইতিহাসের একাংশ নিয়ে বড় মাপের এই ছবি মুক্তি পাবে এই বছর দুর্গাপুজোর সময়। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *