অনেকদিনের ইচ্ছে ছিল শুধু পিয়ানোর সঙ্গে গাইব: শ্রাবণী সেন
কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের সুর ও ছন্দের ডালি নিয়ে ‘রক্তিম মরীচিকা’র সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন। সঙ্গে পিয়ানোতে থাকবেন সৌমিত্র সেনগুপ্ত ও আবৃত্তিতে বাচিকশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত।
অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে রেডিওবাংলানেট-কে শ্রাবণী জানালেন, “আমার অনেকদিনের ইচ্ছে ছিল শুধু পিয়ানোর সঙ্গে গান গাইব। সেটা এতদিনে পূরণ হতে চলেছে। প্রেমের গান ও কবিতা দিয়ে সাজানো হবে অনুষ্ঠানটি। পিয়ানো ছাড়া আর কোনও যন্ত্রানুসঙ্গ থাকছে না এই অনুষ্ঠানে।”
সমগ্র অনুষ্ঠানটির আয়োজক ‘প্রজ্ঞা’র কর্ণধার গোপা রায়। অনুষ্ঠান থেকে উদ্বৃত্ত অর্থ যাবে ‘সাপোর্ট এলডারস’ নামক সংগঠনের তহবিলে। বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য নানারকম উদ্যোগ নিয়ে থাকে এই সংগঠন।
আবুল বাশারের সাড়া জাগানো উপন্যাস বড় পর্দায়, নাম ভূমিকায় রাইমা
দর্শক ও শ্রোতাদের থেকে অনুষ্ঠানটির জন্য অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে দাবী শ্রাবণীর। “এখনও তো বেশ কিছুদিন বাকি। ইতিমধ্যেই প্রায় সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। অনেকেই এখনও টিকিট চাইছেন। কীভাবে ব্যবস্থা করব জানি না।”
তাঁর আগামী পরিকল্পনা প্রসঙ্গে শ্রাবণী জানালেন, “এখন তো আর অ্যালবাম হয় না। সিঙ্গল গান হয়। তবে আমরা তো পুরোনো দিনের মানুষ, হাতে একটা সিডি পেলে ভালো লাগে। সেসব আর হয় না এখন। হবে হয়ত তেমনই কিছু, আমার আগ্রহের অভাবেই আটকে রয়েছে।”
সান্ধ্য আড্ডায় উঠে এল ‘শেষের কবিতা’র না বলা অংশের গল্প
পঁচিশ-তিরিশ বছর গানের জগতে থাকার পরে এখন তাঁর অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করলে সেটাই শুনতে ভালো লাগে বলে জানালেন শ্রাবণী।
‘রক্তিম মরীচিকা’র প্রাক কথনে থাকছেন চিত্র পরিচালক কৌশিক গাঙ্গোপাধ্যায়।
২৮ জুলাই উত্তম মঞ্চে আয়োজন করা হয়েছে এই সঙ্গীত সন্ধ্যার।
ছবি: প্রতিবেদক