বক্স অফিসে ৫০, কেক কাটল টিম ‘প্রজাপতি’

RBN Web Desk: বক্স অফিসে ৫০ দিন অতিক্রম করল ‘প্রজাপতি’। এ উপলক্ষে দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে কেক কেটে সাফল্য উদযাপন করলেন ছবির কলাকুশলীরা। অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শংকর, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় ও কনীনিকা বন্দোপাধ্যায়।

২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি’। বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে তৈরি ‘প্রজাপতি’ একদিনে ₹১ কোটির ব্যবসা করে বাংলা ছবির ক্ষেত্রে এক মাইলস্টোন তৈরি করেছে বলে নির্মাতাদের দাবি। গত ৫০ দিনে বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে একটানা হাউজ়ফুল শোতে দর্শকরা ‘প্রজাপতি’ দেখেছেন বলে জানা গেল। মহারাষ্ট্র, উত্তর ও দক্ষিণ ভারতে মুক্তি পাওয়ার পর ৩ ফেব্রুয়ারি ছবিটি আমেরিকা, আরব আমিরশাহী ও কানাডায় মুক্তি পায়। এমনকি অষ্টম সপ্তাহেও বিভিন্ন হলে ‘প্রজাপতি’র হাউজ়ফুল শো চলছে বলে জানা গেল।

আরও পড়ুন: আসছে ‘কান্তারা’র প্রথম ভাগ

“‘প্রজাপতি’ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। মিঠুনদা ও দেব দুজনেই যেভাবে নিজেদের চরিত্রের সঙ্গে জড়িত চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করেছেন, তার কোনও তুলনা হয় না। পর্দায় দুজনের রসায়নও দর্শকের মন ছুঁয়ে গেছে,” জানালেন উচ্ছ্বসিত অভিজিৎ। 

‘প্রজাপতি’ বেশ কয়েকটি সিঙ্গল স্ক্রিন সিনেমা হলকেও পুনরুজ্জীবিত করেছে বলে জানা গেল। ছবির চিত্রনাট্য লিখেছেন অতনু রায়চৌধুরী ও অভিজিৎ। ছবিতে সুরারোপ করেছেন অনুপম রায়, সুরজিৎ চট্টোপাধ্যায় ও রথিজিৎ ভট্টাচার্য। চিত্রগ্রহণ করেছেন গোপী ভগৎ। সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায়।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *