ভীষ্মের পিছনে কি এয়ার কুলার? বিভক্ত নেট দুনিয়া
RBN Web Desk: করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউনের জেরে ঘরবন্দী সাধারণ মানুষ। কলকারখানা, যানবাহনের পাশাপাশি সমম্ত ধারাবাহিকের কাজও বন্ধ। এরই মাঝে জাতীয় টেলিভিশনে শুরু হয়েছে ‘রামায়ণ’, ‘মহাভারত’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘সার্কাস’-এর মত একসময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিকের পুনঃসম্প্রচার।
তবে ‘মহাভারত’-এর একটি পর্বের পুনঃসম্প্রচার চলাকালীন অল্প সময়ের জন্য পিতামহ ভীষ্মের পিছনে একটি এয়ার কুলার দেখতে পাওয়া গেছে বলে দাবি করেছেন দর্শকদের একাংশ। এই নিয়ে ট্রোলও শুরু হয়েছে নেট দুনিয়ায়। এই পর্বের একটি দৃশ্যে ভীষ্মকে তাঁর নিজ আসনে বসে থাকতে দেখা যায়। তখনই তাঁর পিছনে ডানদিকে এয়ার কুলারটি নজরে আসে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি আর তরপেরই শুরু হয় ট্রোল।
Bhishma Pitamah
Air Cooler use krre hai🤣🤣#ShehnaazGill pic.twitter.com/QPBQ5f5EZq— Kishannn (@Kishannn2) April 21, 2020
তবে যে বস্তুটিকে এয়ার কুলার বলা হচ্ছে, সেটা আসলে ‘মহাভারত’-এর সেটেরই একটি অংশ বলে দাবি করেছেন অনেকে। তাঁদের বক্তব্য সমর্থনে একটি ছবিও তাঁরা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
Design of columns pic.twitter.com/KCULiNW0k8
— Rahul Sable (@RahulSa82872730) April 24, 2020
১৯৮৮ সালে প্রথম সম্প্রচারিত হয় ‘মহাভারত’। প্রায় দু’বছর ধরে চলা এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন গজেন্দ্র চৌহান, প্রবীণ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, মুকেশ খান্না, পুনিত ইসার, পঙ্কজ ধীর, নীতিশ ভরদ্বাজ ও অন্যান্যরা। কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন রাজ বব্বর, দেবশ্রী রায়ের মত শিল্পীরাও।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ধীরে-ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল এই ধারাবাহিক। কোনও এক রবিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ যোগাযোগ না থাকায় ‘মহাভারত’ দেখতে না পেয়ে, সেখানকার বাসিন্দারা স্থানীয় বিদ্যুৎ পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বলেও শোনা যায়।