‘সিন্ডিকেট’-এর বেড়াজালে সাহেব, সৌরসেনী

RBN Web Desk: প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নানা ঘটনার ঘাত প্রতিঘাতে তৈরি হয় অজস্র ব্রেকিং নিউজ়। সকালের খবরের কাগজ হাতে নিয়ে কিংবা টিভি বা স্মার্টফোনের পর্দায় ভেসে ওঠে সাধারণ মানুষকে চমকে দেওয়ার মতো সব খবর। কোথাও কোটি-কোটি টাকার নয়ছয় দেখে রাগে অসহিষ্ণু হয়ে পড়ে মানুষ আবার কোথাও ভয়ঙ্কর কোনও দুর্ঘটনায় কয়েকশো লোকের মৃত্যু মুহূর্তে সবাইকে শোকে পাথর করে দেয়। তারপর? সারাদিনের ব্যস্ততার কতটুকু সময় দেওয়া যায় সেই খবরকে? পাঁচ বা দশ মিনিট, তারপর দৈনিক জীবনযুদ্ধে স্মৃতি ক্রমশ ফিকে হয়ে আসে। বাস্তব জীবনে এমন ঘটনা হামেশাই ঘটে। এই ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে পরিচালক শেখর ঘোষের ছবি ‘সিন্ডিকেট’। এই ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য, সৌরসেনী মৈত্র, শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, চন্দন সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, প্রতীক্ষা সেন ও গৌতম চক্রবর্তী।

ছবি প্রসঙ্গে শেখর জানালেন, “গল্পটা লেখার সময় আমার নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। আমরা প্রায় সকলেই বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে জীবন কাটাই। প্রতিদিন খবরের শিরোনামে যত শিউরে ওঠার মতো ভয়ঙ্কর ঘটনার কথাই থাকুক না কেন, মাত্র কয়েক সেকেন্ডই তা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। যে কোনও ধরণের প্রতারণাই হোক বা অজস্র মানুষের মৃত্যু, তা কেবল কয়েক মুহূর্তের জন্যই আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে। তারপর তা স্মৃতিতে তলিয়ে যায়। দুঃখজনক হলেও এটাই সত্যি।” 

আরও পড়ুন: জটায়ুর সাহস

এই উপলব্ধি থেকেই ‘সিন্ডিকেট’ তৈরি করেছেন তিনি, যাকে একটি সংবেদনশীল বাণিজ্যিক থ্রিলার বলে বর্ণনা করলেন শেখর। ছবির চরিত্রগুলির কোনওটাই সম্পূর্ণ সাদা বা কালো নয়, বরং তাদের ধূসর বলা চলে। বাস্তব পৃথিবীর আলোয় দর্শককে একটি আদ্যন্ত বিনোদনমূলক ছবি উপহার দেওয়াই তাঁর উদ্দেশ্য বলে জানালেন তিনি। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *