ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, এবার নিয়ে আসছেন রুদ্ধশ্বাস থ্রিলার
RBN Web Desk: ছোট পর্দার অতি পরিচিত মুখ সৌরভ চক্রবর্তী। সুপারহিট ধারাবাহিক বধূ কোন আলো লাগলো চোখে-এর মুখ্য চরিত্রে অভিনয় করে একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি। এছাড়াও ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় একটি বাঙালি ভূতের গপ্পো ছবিতে নজর কেড়েছিলেন সৌরভ।
সেই সৌরভই এবার নিয়ে আসছেন রুদ্ধশ্বাস থ্রিলার ধানবাদ ব্লুজ়। তবে অভিনেতা নয়, পরিচালক হিসাবে। আর টেলিভিশনের পর্দায় নয়, ওয়েব সিরিজ় হিসাবে দেখা যাবে ধানবাদ ব্লুজ়।
ওয়েব সিরিজ়ে সৌরভের এটাই প্রথম কাজ নয়। এর আগে প্রাপ্তবয়স্কদের কমেডি জাপানী টয় পরিচালনা করেছিলেন সৌরভ। এছাড়াও কার্টুন নামের হরর থ্রিলারের পরিচালক ছিলেন তিনি। দুটি সিরিজ়ই দারুণ জনপ্রিয়তা পায় দর্শক মহলে। তবে এই দুটি সিরিজ়ের গল্পই ছিল কলকাতা কেন্দ্রিক। সেখানে ধানবাদ ব্লুজ়-এর পটভূমি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
এই সিরিজ়ের কেন্দ্রিয় চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। এক ব্যর্থ চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। কয়লা শহর ধানবাদের ঝরিয়া এলাকায় শ্যুটিং করতে যান এই পরিচালক। সেখানে চলে মাফিয়া রাজ। ছবি বানাতে গিয়ে নানান বিচিত্র পরিস্থিতির মধ্যে পড়েন পরিচালক। শেষমেশ যে ছবিটি বানাতে চেয়েছিলেন, সেটার থেকে আলাদা একটি ছবি তৈরি করেন তিনি। এদিকে কয়লা মাফিয়াও হন্যে হয়ে খুঁজছে তাকে। এই নিয়েই ধানবাদ ব্লুজ়-এর গল্প।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
রজতাভ ছাড়াও এই সিরিজ়ে দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়-কে। দুজেনরই এটা প্রথমবার কোনও ওয়েব সিরিজ়ে অভিনয়। এছাড়াও ধানবাদ ব্লুজ়-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, রূপাঞ্জনা মিত্র, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইমরান হাসনি।
সম্প্রতি শুরু হয়েছে এই সিরিজ়ের শ্যুটিং। ধানবাদ ছাড়াও কলকাতার কয়েকটি জায়গায় শ্যুটিং হওয়ার কথা।