ভাওয়াল সন্ন্যাসীর মামলা নিয়ে কিছুই জানতাম না: অনির্বাণ
RBN Web Desk: ছোটবেলা থেকে ইতিহাসে আগ্রহ থাকলেও ভাওয়াল সন্ন্যাসীর মামলা নিয়ে কোনও পড়াশোনাই ছিল না তাঁর, এমনটাই জানালেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। উল্লেখ্য, এই মামলা নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এক যে ছিল রাজা ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণকে।
সম্প্রতি সংবাদমাধ্যমকে অনির্বাণ জানালেন, “আমাদের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যা জানতে পারলে বিশ্বাস করা যায় না যে সত্যিই এমন হতে পারে। ভাওয়াল সন্ন্যাসীর মামলা তেমনই একটা ঘটনা। কিন্তু এই মামলা সম্বন্ধে কিছুই জানা ছিল না আমার, এমন কি মিথগুলো পর্যন্ত না। সৃজিতদা ছবিটা অফার করার পর আমি পার্থ চট্টোপাধ্যায়ের এ প্রিন্সলি ইম্পস্টার এবং ডেড ম্যান ওয়ান্ডারিং এই বই দুটো পড়ি। বুঝতে পারি ভাওয়াল সন্ন্যাসীর ঘটনা দারুণ ইন্টারেস্টিং একটা কেস।”
সন্ন্যাসী রাজা, নাকি রাজকীয় প্রতারক?
সৃজিত যখন তাঁকে রাণী চন্দ্রাবতীর দাদা সত্য বন্দোপাধ্যায়ের চরিত্রটিতে অভিনয় করতে বলেন তখন ধন্দ্বে পড়ে যান অনির্বাণ। কারণ পীযুষ বসুর সন্ন্যাসী রাজা (১৯৭৫) ছবিতে এরকম কোনও চরিত্র ছিল না। “কিন্তু চিত্রনাট্য এবং পার্থবাবুর বইদুটি পড়ার পর বুঝতে পারলাম এটা খুবই লোভনীয় একটা চরিত্র। অনেকগুলো স্তর আছে এই চরিত্রটিতে এবং এরকম একটা চরিত্রে অভিনয় করার সুযোগ খুব একটা আসে না,” বললেন তিনি।