টেলিপাড়ায় জোর গুঞ্জন, আসছে নতুন বাংলা বিনোদন চ্যানেল
RBN Web Desk: প্রায় দু’বছর ধরে ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছিল একটি নতুন বিনোদন চ্যানেল আসতে চলেছে বাংলায়। কিন্তু প্রতিবারই গুঞ্জন উঠে মিলিয়ে যেতেও সময় লাগেনি। তবে এবার ব্যাপারটা ভিন্ন বলেই খবর।
টালিগঞ্জের বিভিন্ন সূত্রের দাবী, ২০১৯-২০ আর্থিক বছরে আসতে চলেছে নতুন এই বাংলা বিনোদন চ্যানেল। দক্ষিণ ভারতের একটি বহুল জনপ্রিয় বেসরকারী টেলিভিশন নেটওয়র্ক আনতে চলেছে এই চ্যানেল। বেশ কয়েক বছর ধরে চিন্তাভাবনা করেও পিছিয়ে গেছিল বাংলায় তাঁদের নতুন চ্যানেল শুরু করার কাজ।
ভাওয়াল সন্ন্যাসীর মামলা নিয়ে কিছুই জানতাম না: অনির্বাণ
নন-ফিকশন ও ফিকশন, দুই ধরণের অনুষ্ঠানই থাকবে এই চ্যানেলে, যদিও মেগা-ধারাবাহিকের ওপরেই বেশি জোর দেওয়া হবে। ইতিমধ্যেই কলকাতায় নতুন অফিসও খুলেছে এই সংস্থা। তবে আগামী আর্থিক বছরে ঠিক কোন সময়ে চালু হবে এই চ্যানেল তা এখনও জানা যায়নি।
উত্তমকুমারের পজ় আর দেড়শ জন ভূতনাথ
মেগা-ধারাবাহিক প্রযোজনা করে থাকে, এরকম বেশ কয়েকটি সংস্থার সাথে কথাবার্তাও শুরু করেছেন চ্যানেল কর্তৃপক্ষ, এমনটাই সূত্রের দাবী। যে কোনও বিনোদনমূলক চ্যানেল শুরু করার সময় সবকটি ধারাবাহিকের পর্যাপ্ত সংখ্যক এপিসোড হাতে থাকা জরুরি। ছোট পর্দার চেনা ছক মেনে, সবকটি ধারাবাহিকেরই মুখ্য চরিত্রে নতুন মুখ নেওয়া হবে। এ ব্যাপারে অডিশনও নাকি শুরু হয়ে গেছে সম্প্রতি। ধারাবাহিকগুলির শ্যুটিং শুরু হওয়ার কথা এ বছরের শেষদিকে, সূত্রের খবর।