‘লাল পাহাড়ির দেশে’র অরুণ চক্রবর্তী প্রয়াত

RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী (Arun Chakraborty)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। গতকাল গভীর রাতে চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল কলকাতায় জঙ্গলমহল অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান একটু ঠান্ডা লেগেছিল। করোনার পর ফুসফুসের সমস্যায় ভুগছিলেন অরুণ।

’লাল পাহাড়ির দেশে যা’ (Laal Paharir Deshe Jaa) গানটি শোনেননি এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। তবে অনেকের কাছেই একটা সময় পর্যন্ত এই গানের গীতিকার ও সুরকারের নাম ছিল অজানা। নব্বই দশকের মাঝামাঝি থেকে এই গান বিপুল জনপ্রিয়তা লাভ করে।

আরও পড়ুন: তথাগতর ছবিতে জুটি বাঁধছেন দেবলীনা-বিক্রম

প্রথমে কবিতা হিসেবে প্রকাশিত হলেও পরবর্তীকালে ’লাল পাহাড়ির দেশে যা’ লোকের মুখে-মুখে ফিরেছে। একাধিক ব্যান্ডও নানা আঙ্গিকে এই গান গেয়ে থাকে। গানটির সুর করেন ঝুমুরশিল্পী সুভাষ চক্রবর্তী।

ছবি: দ্য টেলিগ্রাফ




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *