বাংলা ছবি এখন দক্ষিণ কলকাতা-কেন্দ্রিক, মনে করেন পরমব্রত

RBN Web Desk: নিজেকে শহর-কেন্দ্রিক বাংলা ছবির পোস্টার বয় বলে মনে করলেও বাংলা ছবির ভবিষ্যৎ নিয়েই রীতিমতো চিন্তিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তাঁর মতে বাংলার মানুষকে ছুঁতে পারছে না আধুনিক বাংলা ছবি। 

সম্প্রতি এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি ব্যাখ্যা করেছেন পরমব্রত। তাঁর মতে, গত ১০-১২ বছরে বাংলা ছবি দর্শকের এক বিরাট অংশ থেকে স্পষ্টভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। যে সব ছবি এখন বাংলায় তৈরি হচ্ছে, তার বেশিরভাগই শুধুমাত্র দক্ষিণ কলকাতা-কেন্দ্রিক হয়েই থেকে যাচ্ছে। সেখানে যা কিছু ঘটছে তার সঙ্গে বাকি বাংলার দর্শক নিজেদের মেলাতে পারছেন না। নব্বইয়ের দশকে শহরে বাংলা ছবি তেমন ভালো ব্যবসা না করলেও গ্রাম এবং মফস্বলে রমরমিয়ে চলত। তবে ঋতুপর্ণ ঘোষ আসার পর শহুরে মধ্যবিত্ত বাঙালি আবার প্রেক্ষাগৃহে ফেরেন বলে  মনে করেন পরমব্রত।

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারে ফারুকী, তৈরি করবেন তথ্যচিত্র

ঋতুপর্ণ ও ঋতুপর্ণ-উত্তর সময়ে নিয়ে বাংলা শহর-কেন্দ্রিক ছবির পোস্টার বয় বলে উল্লেখ করেন পরমব্রত। কাজেই তাঁর মুখে এ কথা বেশ বেমানান তিনি নিজেই স্বীকার করেছেন। তিনি জানান, মানুষের ধারণা তিনি এ ধরনের ছবির পক্ষে কথা বলবেন। কিন্তু ২০০৭-০৮ সালের পর বাংলার সমস্ত মানুষকে একসঙ্গে সংযুক্ত করতে পারে এমন ছবি তৈরি হয়নি। তার বদলে যা হয়েছে তা হলো দক্ষিণী ছবির রিমেক। বাংলার দর্শক কিছুদিন এই ধরনের ছবি দেখলেও একটা সময়ের পর কেবল টিভি বা অন্য মাধ্যমে মূল ভাষার ছবিটি দেখার পর রিমেক ছবির ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলে।

তবে পরমব্রত মনে করেন বাংলা ছবি বর্তমানে যে জায়গায় রয়েছে চেষ্টা করলে তার থেকে অনেক উন্নতি করা সম্ভব।

ছবি: RBN আর্কাইভ




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *