বাল্যবিবাহের বিরুদ্ধে আসছে পীযূষ সাহার নতুন ছবি
কলকাতা: বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নিয়ে আসছে নতুন বাংলা ছবি ‘তুই আমার রানি’। পরিচালক পীযূষ সাহার এই ছবিতে অভিনয় করছেন সূর্য রুবেল দাস, মিষ্টি জন্নত, রাজেশ শর্মা, লামা হালদার, সুপ্রিয় দত্ত ও আবু হেনা রনি।
সম্প্রতি শহরে মুক্তি পেল এই ছবির ট্রেলার।
‘তুই আমার রানি’র কাহিনী আবর্তিত হয়েছে এক বাল্যবিবাহের ঘটনাকে কেন্দ্র করে। শত্রু শিবিরের চ্যালেঞ্জকে মিথ্যা প্রমাণ করতে শিবরাম ঘোষ (রাজেশ) তার সতেরো বছরের নাবালিকা মেয়ের বিয়ে দিতে চান সাতদিনের মধ্যে। সেই বিয়ে আটকাতে পুলিশকে সঙ্গে নিয়ে আসরে নামেন ছবির নায়ক (সূর্য)। এরপর নানান ঘাত প্রতিঘাতের মাধ্যমে সেই বিয়ে বন্ধ করার গল্পই দেখা যাবে পীযূষের এই ছবিতে।
যে জন থাকে মাঝখানে
‘তুলকালাম’, ‘গ্যাঁড়াকল’, ‘বেপরোয়া’ প্রভৃতি সফল ছবির পরিচালক পীযূষ জানালেন, “‘তুই আমার রানি’ সবদিক থেকেই একটি পুরোদস্তুর বাণিজ্যিক ছবি। এতে সাসপেন্স, রোমান্স ও অ্যাকশন থাকছে। বর্তমানে যে ধরণের ছবি বাংলায় তৈরি হচ্ছে তাতে সমাজের বাস্তব চিত্রটা প্রায় থাকেই না। তাই মানুষকে সামাজিক ও পারিবারিক ছবি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এটা আমার একটা প্রচেষ্টা। আশা করি দর্শকদের ভালো লাগবে।”
ছবির সঙ্গীতের দায়িত্বে আছেন ইন্দ্র।
১২ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘তুই আমার রানি’।