ভয় পাওয়াতে জুটি বাঁধলেন শ্রাবন্তী-ওম
কলকাতা: বাঙালি দর্শককে ভয় পাওয়াতে এবার জুটি বাঁধলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ওম সাহানি। যদিও ছবির নাম ‘ভয় পেও না’। গতকাল শহরে হয়ে গেল এই ছবির মহরত। ওম ও শ্রাবন্তী ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক অয়ন দে ও অন্যান্যরা। এটাই অয়নের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি।
‘ভয় পেও না’র গল্প কী নিয়ে?
আকাশ (ওম) ও অনন্যা (শ্রাবন্তী) সম্পর্কে স্বামী-স্ত্রী। বিয়ের পর হঠাৎই অনন্যা বেশ কিছু ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। পরে জানা যায় এইসবই তার শাশুড়ি এবং ননদের ষড়যন্ত্র। সম্পূর্ণ অতিপ্রাকৃতিক ঘটনা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত গল্পের মোড় অন্যদিকে ঘুরে যাবে বলে জানালেন অয়ন।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
এর আগে ওম ও শ্রাবন্তী ছবিতে ‘হুল্লোড়’ একসঙ্গে থাকলেও, জুটি হিসেবে এটাই তাঁদের প্রথম ছবি। এরকম একজন হেভিওয়েট নায়িকার কাজ করতে কোথাও নার্ভাসনেস কাজ করেনি? উত্তরে ওম জানালেন, “শ্রাবন্তী আমার একসময়ের ক্রাশ। এর আগে একসঙ্গে ছবি করলেও নায়ক-নায়িকা হিসেবে এটাই প্রথম। কাজটা করার জন্য আমি খুবই উৎসাহী। চিত্রনাট্যটা আমার ভীষণ ভালো লেগেছে আর অয়ন খুব সুন্দরভাবে গল্পটাকে বুনেছে।”
এর আগে রোমান্টিক, থ্রিলার, ভৌতিক সবরকমের ছবিতেই কাজ করেছেন শ্রাবন্তী। “আমি বরাবরই নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। আর নিজে ভীষণ ভূতে ভয় পাই। ছোটবেলায় নিজের সঙ্গে এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যা আমার কাছে ভৌতিক বলে মনে হয়েছে। তাই অয়ন যখন গল্পটা প্রথম আমাকে শোনায়, ক্লাইম্যাক্সটা শুনে একদম চমকে যাই। এছাড়া ওম আমার খুব ভালো বন্ধু। তাই ওর সঙ্গে কাজ করতে পারব ভেবে খুবই ভালো লাগছে,” জানালেন শ্রাবন্তী।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
ছবির কাহিনীকার সুপ্রিয় ভৌমিক। সঙ্গীত পরিচালনা করেছেন ডাব্বু প্রসেনজিৎ ঘোষাল। অনুপম রায়, রাজ বর্মন এবং অন্তরা মিত্রর কণ্ঠে ছবিতে তিনটি গান থাকছে।
সবকিছু ঠিকঠাক থাকলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ভয় পেও না’।
ছবি: গার্গী মজুমদার