চন্দ্রকান্তের প্রত্যাবর্তন, দু’দশক পর পুজোয় চিরঞ্জিত

RBN Web Desk: বছর পাঁচেক আগে পরিচালক অয়ন চক্রবর্তীর হাত ধরে জন্ম হয়েছিল এক নতুন গোয়েন্দার, নাম চন্দ্রকান্ত। অয়ন পরিচালিত চন্দ্রকান্তকে নিয়ে প্রথম ছবি ‘ষড়রিপু’তে সেই চরিত্রে অভিনয় করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। ফেলুদা, ব্যোমকেশ, শবর, মিতিনমাসি, কিরীটীদের ভিড়ে নতুন গোয়েন্দা চন্দ্রকান্তকেও আপন করে নিয়েছিলেন বাংলার দর্শক। চন্দ্রকান্তের জনপ্রিয়তার কারণেই ২০১৯ সালে ফের নতুন রহস্যকে কেন্দ্র করে অয়ন তৈরি করেছিলেন ‘ষড়রিপু ২ জতুগৃহ’। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে সেই ছবির মুক্তি পিছিয়ে যায়। অবশেষে পুজোয় মুক্তি পেতে চলেছে চন্দ্রকান্তের নতুন রহস্য।

এক অসমবয়সের বিবাহবন্ধনে আবদ্ধ সঙ্গীত পরিচালক দেবরাজ সেন এবং মেঘা। দেবরাজের দ্বিতীয়পক্ষের স্ত্রী সে। বিয়ের কিছু পর থেকেই তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে এবং সম্পর্কের জটিলতা শুরু হয়। এরই মাঝে একদিন তাদের বাড়িতে ঘটে যায় একটি দুর্ঘটনা। কে, কী, কেন এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, এসব প্রশ্নের উত্তর খুঁজতে সেখানে এসে উপস্থিত হন কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দা চন্দ্রকান্ত।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

“সে মনে করে যে কোনও অপরাধের পিছনে মানুষের ষড়রিপু, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ বা মাৎসর্য কাজ করে। আর এই থিওরির ওপর নির্ভর করেই সে তার প্রতিটি কেসের মিমাংসা করে। প্রথম যখন চন্দ্রকান্তের গল্প নিয়ে এলাম তখন ভাবিনি এই ছবির সিক্যুয়েল বানাবো। আসলে বাঙালি বরাবরই গোয়েন্দা গল্প ভালোবাসে বলেই তারা চন্দ্রকান্তকে আপন করে নিয়েছেন,” রেডিওবাংলানেট-কে বললেন অয়ন।

প্রায় দু’দশক পর চিরঞ্জিতের কোনও ছবি পুজোয় মুক্তি পেতে চলেছে। এর মাঝে তিনি  বহু ছবিতে কাজ করলেও সেগুলো পুজোয় মুক্তি পায়নি। অয়নের কথায়, “দীপকদার (চিরঞ্জিত) মধ্যে এখনও একটা যুবকোচিত চার্ম রয়েছে। আর গোয়েন্দাসুলভ ম্যানারিজ়মটাও তাঁর চারিত্রিক গঠনের সঙ্গে ভীষণভাবে মিলে যায়।”

আরও পড়ুন: হিন্দি ছবিতে মাইক টাইসন

চিরঞ্জিত ছাড়াও এই ছবিতে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ, রণজয় বিষ্ণু, দর্শনা বণিক ও রাজেশ শর্মা। মেঘার ভূমিকায় রয়েছেন অরুণিমা। চরিত্রটি একেবারেই তাঁর বিপরীত। তাঁর কথায়, “আমি নিজে যতটা ছটফটে, মেঘা ততটাই অন্তর্মুখী। তাই মেঘাকে অনেক দিন মনে রাখব।” 




ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রূপম ইসলাম। ইতিমধ্যেই তাঁর সুরে এবং নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে ‘এখানে জলের দাগ’ গানটি বেশ জনপ্রিয় হয়েছে। টানটান চিত্রনাট্য, একাধিক তারকার উপস্থিতি, আউটডোর, ইনডোর মিলিয়ে ‘ষড়রিপু ২ জতুগৃহ’ জমজমাট ছবি হবে বলে আশাবাদী পরিচালক সব সকলেই। 

‘ষড়রিপু ২ জতুগৃহ’ দর্শকের ভালো লাগলে ‘ষড়রিপু ৩’-এ চন্দ্রকান্ত ফিরতে পারে বলে ইঙ্গিত দিলেন পরিচালক।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *