সত্যজিৎ রায়ের মতো পরিচালক চান মনোজ
RBN Web Desk: ভোজপুরি ছবির হাল ফেরাতে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) মতো পরিচালক চান মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা মনোজ। অভিনয় ছাড়া গায়ক হিসেবেও খ্যাতি আছে তাঁর। দুশোরও বেশি ভোজপুরি গান গেয়েছেন তিনি। মনোজ উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের সাংসদও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ জানিয়েছেন, ভোজপুরি ছবি এখনও আঞ্চলিক পর্যায়ে আবদ্ধ। ইন্ডাস্ট্রিকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সত্যজিৎ ও প্রকাশ ঝায়ের মতো পরিচালকের প্রয়োজন বলে মনে করেন মনোজ।
আরও পড়ুন: ভালোলাগা আর ভালোবাসার মাঝে ‘আলাপ’
একশোর বেশি ছবিতে অভিনয় করা মনোজ বলেছেন, এখনও ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বছরে ৬০-৭০টি ছবি তৈরি হয়। তবে প্রেক্ষাগৃহগুলির অবস্থা খুবই খারাপ। তাই ভোজপুরি ছবি ঘিরে আগ্রহ থাকলেও দর্শক প্রেক্ষাগৃহে যাচ্ছেন না। তাঁর কেরিয়ারের শুরুর দিকে ₹১.৫ কোটি বাজেটের ছবিও ₹৩০ কোটির বেশি ব্যবসা করত। তাঁর প্রথম ছবি বক্স অফিসে ₹৫৬ কোটির ব্যবসা করেছিল বলে দাবি করেন মনোজ।