শহরের পিচরাস্তায় অপু-দুর্গা, এবার অ্যাসিড আক্রমণ থেকে ফেরার লড়াই
কলকাতা: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু ও দুর্গাকে সেলুলয়েডে জীবন্ত করে তুলেছিলেন সত্যজিৎ রায়। ভাইবোনের সেই অকৃত্রিম ভালোবাসার টানে আজও বাঁধা বাঙালির হৃদয়। সেই অপু-দুর্গার কাহিনীই আবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থিত করতে চলেছেন পরিচালক সত্যজিৎ দাস। তাঁর হাত ধরেই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ‘আবার অপু ও দুর্গা’র শুটিং। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে এই ছবি ঘোষণা করলেন তিনি।
তবে এবার নিশ্চিন্দিপুরের মেঠো পথ ছেড়ে বেঁচে থাকার তাগিদে শহরের পিচরাস্তায় এসে দাঁড়িয়েছে অপু ও দুর্গা। সত্যজিৎ দাসের গল্পে অপু-দুর্গার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বাবার চিকিৎসার খরচ জোগাড় করতে হঠাৎই লেখাপড়া ছেড়ে সেলাইয়ের কাজ নেয় দুর্গা। নিজে পড়াশোনা ছেড়ে দিলেও দুর্গা স্বপ্ন দেখে ভাইকে মানুষ করে তোলার। সেই স্বপ্নই ভেঙে চুরমার হয়ে যায় এক আকস্মিক ঘটনায়। প্রেমে প্রত্যাখ্যাত দুর্গার প্রেমিক তার দিকে অ্যাসিড ছুঁড়ে মারে। দুর্ভাগ্যবশত সেই অ্যাসিডে আক্রান্ত হয় ছোট্ট অপু। জীবন এক নতুন পরীক্ষার সামনে দাঁড় করায় দুর্গাকে।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
পরিচালনার পাশাপাশি এই ছবির কাহিনীকারও সত্যজিৎ দাস। এর আগে তাঁর পরিচালিত ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’ ইতিমধ্যেই দর্শক ও সমালোচক মহলে প্রসংশিত।
“সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র সঙ্গে কোনওভাবেই জড়িত নয় আমার ছবি,” রেডিওবাংলানেট-কে জানালেন ‘আবার অপু ও দুর্গা’র পরিচালক। “এটা সম্পূর্ণভাবে এখনকার সময়ে দাঁড়িয়ে একটি প্রাসঙ্গিক সমস্যার ওপর ছবি। বাঙালির কাছে ভাইবোনের সংজ্ঞা মানেই অপু-দুর্গা। তাই বিভূতিভূষণের উপন্যাস থেকে চরিত্র দুটির নাম ব্যবহার করেছি মাত্র।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
এই ছবিতে দুর্গার ভূমিকায় অভিনয় করছেন স্নেহা বিশ্বাস। এর আগে মানস মুকুল পালের ‘সহজ পাঠের গপ্পো’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল স্নেহাকে। অপুর ভূমিকায় থাকছে তিয়াস দে। এছাড়া দুটি বিশেষ চরিত্রে থাকছেন দেবপ্রসাদ হালদার এবং সাহেব হালদার।
সত্যজিৎ দাস তাঁর এই ছবিতে ‘পথের পাঁচালী’তে ব্যবহৃত রবিশঙ্করের আবহ সঙ্গীতকেও নতুনভাবে পরিবেশন করতে চান। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র মতোই ‘আবার অপু ও দুর্গা’তে আবহ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার ইচ্ছে আছে তাঁর। “সেতার, সরোদ এবং বাঁশির কিছু ব্যবহার রাখতে চাই আমার ছবিতে। এছাড়াও এমন দুজন শিল্পী এই ছবিতে গান গাইবেন যাঁরা একসময় ভীষণ জনপ্রিয় থাকলেও এখন সেভাবে তাঁদের গান আর শোনা যায় না,” জানালেন সত্যজিৎ দাস।