ফের শুরু সৌমিত্রর ‘অভিযান’, রইল সব ছবি
RBN Web Desk: লকডাউন পরিস্থিতির মধ্যেই ফের শুরু হলো পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’ ছবির কাজ। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক নিয়ে তৈরি এই ছবিতে তাঁর অভিনয় জীবনের ষাট বছরের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে।
করোনা পূর্ববর্তী সময়ে শুটিং শুরু হলেও মার্চে দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ায় তা স্থগিত করা হয়। প্রায় আড়াই মাস পর টালিগঞ্জে আবার নতুন করে শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হলেও এই পর্বে মূলত বন্ধ হয়ে থাকা ধারাবাহিকগুলির কাজই শুরু করা হয়েছিল। যেহেতু নতুন নিয়মে খুব অল্পসংখ্যক কর্মী ও শিল্পী নিয়ে কাজ করতে হবে, তাই ছবির শুটিং শুরু করার কথা এই মুহূর্তে অনেকেই ভাবছেন না। এমনকি ৬৫ বছরের ওপর যাঁদের বয়স, তাঁরা টেলিভিশন ধারাবাহিক থেকেও সাময়িক বিরতি নিয়েছেন বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে।
পরমব্রত চট্টোপাধ্যায়
এই সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে ৮৫ বছর বয়সেও কাজে ফিরতে রাজি হয়েছেন সৌমিত্র। গতকাল তাঁর সঙ্গে শুটিং ফ্লোরে উপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদার। ‘অভিযান’-এ তরুণ বয়সের সৌমিত্রর চরিত্রে অভিনয় করছেন যীশু।
আরও পড়ুন: শিল্ড হাতছাড়া গঙ্গাপদর, কীভাবে এগোবে গল্প?
বাংলা ছবিতে সৌমিত্রর অভিনয়জীবন শুরু হয় সত্যজিৎ রায় পরিচালিত ‘অপুর সংসার’ (১৯৫৯) ছবি দিয়ে। এই কাল্ট ছবিকে কেন্দ্র করে নানা ঘটনা দেখা যাবে ‘অভিযান’-এ। ‘অপুর সংসার’ ছবিতে সৌমিত্রর বিপরীতে অপর্ণার চরিত্রে ছিলেন শর্মিলা ঠাকুর। এই ছবিতে সেই চরিত্রটি করবেন ত্রিধা চৌধুরী।
যীশু সেনগুপ্ত
‘অভিযান’-এ বর্ষীয়ান সৌমিত্রর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা নিজেই। তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে ডলি বসুকে। দীপার কম বয়সের চরিত্রে যীশুর বিপরীতে থাকছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। রবি ঘোষের চরিত্রে থাকবেন রুদ্রনীল ঘোষ। সত্যজিতের চরিত্রে দেখা যাবে কৌশিক (কিউ) মুখোপাধ্যায়কে। পাওলি দাম রয়েছেন সুচিত্রা সেনের চরিত্রে এবং মাধবী মুখোপাধ্যায়ের ভূমিকায় থাকছেন সোহিনী সরকার।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
‘কৃত্তিবাস’ পত্রিকায় একসময় নিয়মিত লিখতেন সৌমিত্র। সেই সময় তাঁর সঙ্গে ব্যক্তিগত স্তরে সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব ছিল। সৌমিত্রর জীবনকাহিনী নির্মাণে ‘কৃত্তিবাস’ গোষ্ঠীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘অভিযান’-এ সুনীলের চরিত্রে দেখা যাবে অভিনেতা সমদর্শী দত্তকে। ১৯৭০-এ সুনীলের কাহিনী অবলম্বনে তৈরি সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে অন্যতম প্রধান চরিত্রে ছিলেন সৌমিত্র।
পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় আপাতত সপ্তাহে তিনদিন শুটিং করার কথা ভাবা হয়েছে। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে ছবির শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে পরমব্রতর। যোধপুর পার্ক ও তপন থিয়েটারে চলছে ‘অভিযান’-এর শুটিং।