জল্পনার অবসান, ‘ফেলুদা ফেরত’-এ মগনলাল চরিত্রের অভিনেতা বাছলেন সৃজিত
RBN Web Desk: তাঁর ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজ়ে মগনলাল মেঘরাজ চরিত্রের জন্য অভিনেতা বাছলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই সিরিজ়ের অন্তর্গত ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ মগনলালের ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ ছাড়াও এই সিরিজ়ে থাকছে ‘ছিন্নমস্তার অভিশাপ’ গল্পটি।
এর আগে ফেলুদার ভূমিকায় টোটা রায়চৌধুরীর নাম ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন পরিচালক। জটায়ু চরিত্রে অনির্বাণ চক্রবর্তীর নাম আগেই ঘোষণা হয়ে যাওয়াতে মগনলাল ও তোপসের ভূমিকায় অভিনেতাদের নাম নিয়ে ফেলুভক্তদের মধ্যে জল্পনা ছিল তুঙ্গে। এই সিরিজ়ে তোপসের ভূমিকায় থাকছেন কল্পন মিত্র।
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
মগনলালের মতো এমন দাপুটে চরিত্রের ক্রিমিনাল ফেলুদার গল্পে আর বড় একটা নেই। ফেলুদার সঙ্গে প্রথম কাশীতে মোলাকাত হয় মগনলাল নামক এই মারওয়াড়ী ব্যবসায়ীর। এরপর কাঠমাণ্ডুতে আবার ফেলু, তোপসে ও জটায়ুর দেখা হয় মগনলালের সঙ্গে। সবশেষে ‘গোলাপী মুক্তো রহস্য’-এ ফেলুদার সঙ্গে মগনলালের শেষবার দেখা হয়।
ছবি: আড্ডাটাইমস