ছাড়া পেলেন সৌমিত্র, তবে নিতে হবে ইনহেলার
কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ সকালেই ছুুটি হয়ে গেল তাঁর। ১৪ আগস্ট শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৮৪ বছর বয়সী এই অভিনেতাকে। অশীতিপর সৌমিত্রকে প্রথমেই আইসিইউ তে রাখা হয়। প্রাথমিক পরীক্ষার পর জানা গিয়েছিল বয়সজনিত সমস্যার পাশাপাশি তাঁর শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছিল। এছাড়া নিউমোনিয়াতেও ভুগেছিলেন তিনি। তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন সাত সদস্যের মেডিক্যাল বোর্ড।
‘ফেলুদা’র অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন সিনেমাপ্রেমী মানুষ। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে শুভেচ্ছাবার্তা। হাসপাতালে পৌঁছে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তীর মতো অভিনেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ফুল নিয়ে দেখা করেন টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। মমতার সঙ্গে ফোনে কথাও বলেন সৌমিত্র।
আরও পড়ুন: ‘ভিঞ্চিদা’র সাফল্য, পুজোর পরেই শুরু সৃজিতের নতুন থ্রিলার
১৫ আগস্ট সকালেই মেলে সুখবর। হাসপাতালের তরফ থেকে সৌমিত্রর শারীরিক অবস্থার উন্নতির কথা জানান চিকিৎসকরা। পরে আইসিইউ থেকে সরিয়ে কেবিনে দেওয়া হয় তাঁকে।
তবে চিকিৎসকরা জানিয়েছেন যে সৌমিত্রর ফুসফুসের সংক্রমণ সারিয়ে ফেলা হলেও তাঁকে এখনও ইনহেলারের সাহায্য নিতে হবে। এছাড়াও নিয়মিত টিকা নিতে হবে তাঁকে। দু’সপ্তাহ পর তাঁর শারীরিক অবস্থা ফের পরীক্ষা করে দেখা হবে ওই হাসপাতালেই।