‘ভিঞ্চিদা’র সাফল্য, পুজোর পরেই শুরু সৃজিতের নতুন থ্রিলার
RBN Web Desk: বক্স অফিসে সফল ‘ভিঞ্চিদা’। সংবাদমাধ্যমকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আগাম ইঙ্গিত দিয়েছিলেন যে দর্শকদের চাহিদা মাথায় রেখে বছরে অন্তত একটা থ্রিলার হয়ত তৈরি করবেন তিনি। তাই খুব সম্ভবত পুজোর পরেই সৃজিত শুরু করতে চলেছেন তাঁর নতুন ছবি ‘দ্বিতীয় পুরুষ’-এর শ্যুটিং।
২০১১ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ ও রাইমা সেন অভিনীত ‘বাইশে শ্রাবণ’। আট বছর পরে সেই ছবিরই সিক্যুয়েল হতে চলেছে ‘দ্বিতীয় পুরুষ’। নতুন এই ছবিতে থাকছেন পরমব্রত ও রাইমা। ‘বাইশে শ্রাবণ’ এর মতোই পরমব্রত থাকবেন গোয়েন্দা অভিজিৎ পাকরাশির ভূমিকায়, রাইমা থাকছেন অমৃতার চরিত্রে।
আরও পড়ুন: চেনা লুকেই ‘গুমনামী’তে তনুশ্রী
‘বাইশে শ্রাবণ’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘দ্বিতীয় পুরুষ’-এর গল্প। ছবির ট্যাগলাইন থাকবে, ‘বাইশে শ্রাবণের পর…দ্বিতীয় পুরুষ’। প্রথম ছবিটির পর অভিজিৎ ও অমৃতার জীবনে কি ঘটল, তাই নিয়েই এই ছবির গল্প এগোবে বলে জানা গিয়েছে।
‘দ্বিতীয় পুরুষ’-এ সঙ্গীতের দায়িত্বে থাকছেন অনুপম রায়। আগামী বছর ২৩ জানুয়ারি নাগাদ মুক্তি পেতে পারে ছবিটি।