একই ছবিতে চারটি চরিত্রে প্রিয়াঙ্কা, মুক্তি পেতে চলেছে ‘অন্দরকাহিনী’

কলকাতা: জার্মানি ও ফ্রান্সে দেখানোর পাশাপাশি ভারতের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার জেতার পর অবশেষে কলকাতায় মুক্তি পেতে চলেছে পরিচালক অর্ণব কুমার মিদ্যার প্রথম ছবি ‘অন্দরকাহিনী’। তবে এতগুলি পুরস্কার জেতার পরেও এই রাজ্যে ছবিটি মুক্তির জন্য অনেকটাই দর্শকদের ওপর নির্ভর করতে হচ্ছে পরিচালককে। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে মুক্তি পেতে চলেছে ছবিটি।

‘অন্দরকাহিনী’তে রয়েছে চারটি গল্প। এই চারটি গল্পের মধ্যে দিয়ে সমাজের নানান স্তরে নারীর ভূমিকাকে তুলে ধরেছেন অর্ণব। একজন নারীর চারটি রূপ—মেয়ে, বোন, বন্ধু এবং স্ত্রী—এই সবকটি চরিত্রেই অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও এই ছবিতে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা, সায়নী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুমিত সমাদ্দার ও প্রসূন গায়েন। 

প্রথম ছবিতেই এরকম চারটে গল্পের কোলাজকে কেন তুলে ধরলেন পরিচালক?

এ বিষয়ে অর্ণব রেডিওবাংলানেট-কে জানালেন, “সংসারে নানান রূপে মেয়েদের আমরা দেখতে পাই। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের লড়াই, আত্মত্যাগকে বোঝাতে চেয়েছি আমি। সেটা একটা গল্পের মধ্যে দিয়ে বোঝানো সম্ভব ছিল না।”

আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ

চারটি চরিত্রেই একা প্রিয়াঙ্কাকে নেওয়ার ব্যাপারে পরিচালক জানালেন, “আমি চেয়েছিলাম এই সব নারীদের মুখ হিসেবে একজনই থাকুক। সেখানেই আমার মনে হয়েছে এটা প্রিয়াঙ্কাই সব থেকে ভালো করতে পারবে।”

কোনও স্থায়ী প্রযোজক না থাকায় বহু বাধার সম্মুখীন হয়েছে ‘অন্দরকাহিনী’। এখন বাণিজ্যিক মুক্তির জন্য অর্থের প্রয়োজন। তাই ক্রাউডফান্ডিংয়ের শরণাপন্ন হয়েছেন অর্ণব ও তাঁর দলবল। তবে ক্রাউডফান্ডিংয়ের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কাঙ্খিত অর্থ না এলে পুরো টাকাটাই আবার ফেরত চলে যাবে।

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

“খুবই অসুবিধার মধ্যে কাজ শেষ করেছি আমরা,” বললেন অর্ণব। “এখন প্রেক্ষাগৃহে মুক্তির জন্য টাকার দরকার। সেটাই ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তুলতে চাইছি আমরা। অনেকেই সাহায্য করছেন। আর সাত-আটদিন হাতে রয়েছে। এর মধ্যে পুরো টাকাটা উঠে এলে আশা করছি শীঘ্রই মুক্তি পাবে ছবিটা।”

‘অন্দরকাহিনী’ ইতিমধ্যেই দেখানো হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে। কান ফিল্ম ফেস্টিভ্যাল ছাড়াও, ফ্লোরিডা ও লস এঞ্জেলেসেও দেখানো হয়েছে ছবিটি। এখনও পর্যন্ত ৩৬টি পুরস্কার পেয়েছে ‘অন্দরকাহিনী’। এর মধ্যে সেরা অভিনেত্রীর জন্য একাধিক পুরস্কার জিতেছেন প্রিয়াঙ্কা। 

‘অন্দরকাহিনী’র সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রাজা নারায়ণ দেব। ছবিটি সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র, চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুপ্রিয় দত্ত।

৬ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে ‘অন্দরকাহিনী’। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *