‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ আজ, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: গ্রাম থেকে শহরে এসে একটি বেসরকারি হাসপাতালে কাজ পায় শ্রীকান্ত। পূর্বে বহুবার চাকরি ছেড়ে দেওয়া যুবকটি তার কাজের প্রতি বীতশ্রদ্ধ। জীবনের খোঁজে যাযাবরের মতো ঘুরে বেড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায়, পরিচিত হয় বিভিন্ন মানুষের সঙ্গে। এভাবেই একদিন তার আলাপ হয়ে যায় বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে আসা রাজলক্ষ্মীর সঙ্গে যাকে ভালো লেগে যায় শ্রীকান্তর। একদিন শ্রীকান্তর পুরোনো বন্ধু হুকুমচাঁদ তাকে নিমন্ত্রণ করে এক শিকার অভিযানে। সেখানে গিয়েই মোড় ঘুরে যায় গল্পের।
১৯১৭ সালে প্রকাশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘শ্রীকান্ত’কে এভাবেই সমকালীন প্রেক্ষাপটে এনেছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। ‘শ্রীকান্ত’র প্রথম পর্ব থেকে অনুপ্রাণিত হয়েই প্রদীপ্ত তৈরি করেছেন তাঁর পরবর্তী ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তি, জ্যোতিকা জ্যোতি, রাহুল বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা ঘোষ ও সায়ন ঘোষ। পরিচালক ছাড়াও গতকাল শহরে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র ট্রেলার মুক্তি উপলক্ষে উপস্থিত ছিলেন এই ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা।
প্রদীপ্তর ছবিতে শ্রীকান্তর ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে। “এই শ্রীকান্ত শরৎচন্দ্রের লেখা চরিত্রটির থেকে কিছুটা হলেও আলাদা,” বললেন ঋত্বিক। “চেনা-অচেনা এই শ্রীকান্তকে ফুটিয়ে তোলার জন্যে অনেকটাই বদল করতে হয়েছে প্রয়োজনে। পরিচালকের নিজস্ব কিছু ভাবনা ছিল চরিত্রটি নিয়ে। সেটাই করার চেষ্টা করেছি।”
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র রাজলক্ষ্মীর ভূমিকায় থাকছেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা। এই প্রথম কোনও ভারতীয় ছবিতে দেখা যাবে তাঁকে। “এই চরিত্রের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে,” জানালেন জ্যোতিকা। “দুই বাংলার মধ্যে যে ভাষাগত পার্থক্য রয়েছে, সেগুলো অতিক্রম করে তবেই রাজলক্ষ্মী হতে পেরেছি।”
যেহেতু উপন্যাসটি ‘শ্রীকান্ত’ তাই দর্শকদের অতিরিক্ত প্রত্যাশা ছবিকে সমস্যায় ফেলবে কি না জানতে চাইলে জ্যোতিকা বললেন, “আমাদের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সম্পূর্ণ এই সময়ের। আজ থেকে ৫০ বছর পরেও এই ছবি প্রাসঙ্গিক থাকবে। আশা করছি আমরা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারব।”
আরও পড়ুন: যে জন থাকে মাঝখানে
তাঁর প্রথম ছবি ‘বাকিটা ব্যক্তিগত’ পেয়েছিল জাতীয় পুরস্কার। সেই ছবির বিষয়বস্তুর থেকে একেবারেই আলাদা ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। ১০০ বছরেরও আগে লেখা একটা উপন্যাস নিয়ে ছবি করার বিষয়ে প্রদীপ্ত জানালেন, “‘শ্রীকান্ত’ আমার বরাবরই ভীষণ প্রিয় উপন্যাস। ছবি করার ইচ্ছেও বহুদিনের। কিন্তু সাহিত্য নির্ভর ছবি মানেই যে উপন্যাসটাকেই হুবহু অনুসরণ করতে হবে এমনটা নয়। তাই আজকের সময়ের ভিত্তিতে আমি চরিত্রগুলিকে নির্মাণ করেছি।”
হুকুমচাঁদ চরিত্রটি নিয়ে একটিমাত্র লাইন ছিল মূল উপন্যাসে। তবে প্রদীপ্তর ছবিতে একটি সম্পূর্ণ চরিত্র হিসেবে থাকছে হুকুমচাঁদ। সেই চরিত্রের অভিনেতা রাহুল জানালেন, “এই ছবিতে হুকুমচাঁদ একজন প্রভাবশালী ব্যক্তি। স্বভাবে স্বৈরাচারী হলেও সে সঙ্গীতপ্রিয়। শ্রীকান্তর গানের মাধ্যমেই দুজনের বন্ধুত্বের সূত্রপাত। কিন্তু গল্প যত এগোয়, দেখা যায় বন্ধুত্বের আড়ালে হুকুমচাঁদের আসল রূপ।”
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
উপন্যাসে নেই এমন একটা চরিত্রে অভিনয় করতে গিয়ে কোনও সমস্যাই হয়নি, এমটাই দাবী রাহুলের। “পরিচালক অত্যন্ত খুঁটিয়ে চরিত্রটি নির্মাণ করেছেন। হুকুমচাঁদের বড় হয়ে ওঠা, সে কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, এগুলো আমি জানতাম। তাই কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল,” বললেন রাহুল।
ছবিতে অন্নদাদির ভূমিকায় থাকছেন অপরাজিতা, শ্রীকান্তর ছোটবেলার চরিত্রে দেখা যাবে সোহম মৈত্রকে। রাজলক্ষ্মীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন গার্গী মাঝি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায়।
২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’।
ছবি: অর্ক গোস্বামী