ছেলের সঙ্গে কবিতা পাঠে সৌমিত্র
RBN Web Desk: পুত্র সৌগতর সঙ্গে কবিতা পাঠ করবেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি কবি ও আবৃত্তিকার হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের খ্যাতি সর্বজনবিদিত হলেও, সৌগত খুব একটা জনমানসে আসেননি কোনওদিনই। সেটাই হতে চলেছে ‘আবৃত্তিলোক’ আয়োজিত এই অনুষ্ঠানে।
‘আবৃত্তিলোক’-এর কর্ণধার সৌমিত্র মিত্র সংবাদমাধ্যমকে জানালেন, অনুষ্ঠানে ‘আমার উচ্চারণ’ শীর্ষক অংশে নিজের কবিতা পাঠ করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌগত নিজেও এক নিভৃতচারী কবি। পিতা-পুত্রের একই সঙ্গে কোনও অনুষ্ঠানে কবিতা পাঠ ইদানিংকালে এই প্রথম। গোটা অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘অদ্ভূত আঁধার আজ এসেছে’।
বিবাহ যখন বিভ্রাট হয়ে যায়
অনুষ্ঠানের এহেন নামকরণ কেন?
সৌমিত্র মিত্রর দাবী, খুবই অস্থির সময়ের মধ্য দিয়ে চলেছি আমরা। সামনের দিনগুলো হয়ত আরও অস্থির হয়ে উঠবে। সৌমিত্রদা অভিনতো হওয়া ছাড়াও একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বিভিন্ন সময়ে নানান ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নিজের মত করে। তাঁর কবিতার মাধ্যমেও প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেই সবই শোনা যাবে এই অনুষ্ঠানে।
কাটমানি কাণ্ড নিয়ে গান বাঁধলেন নচিকেতা
নিজের লেখনী ছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্র-পরবর্তী যুগের নির্বাচিত কবিতাও পাঠ করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
২৫ জুন কলকাতায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী সভাগৃহে আয়োজিত হবে অনুষ্ঠানটি। কবিতা পাঠে অংশগ্রহণ করবেন ‘আবৃত্তিলোক’-এর একঝাঁক বাচিকশিল্পীও।