কেন্দ্রীয় চরিত্রে পুরুষ, চেনা ছক ভেঙে নতুন ধারাবাহিক

RBN Web Desk: নারী দশভূজা। এমন কোনও কাজ নেই যা তারা পারে না। জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবেতেই  সিদ্ধহস্ত এই নারীরাই সাম্প্রতিককালের বেশিরভাগ মেগা-ধারাবাহিকের কেন্দ্রীয় স্থানে বিরাজমান। ধারাবাহিকগুলির মূল কাহিনী নারীদের নিয়েই আবর্তিত হয়। আদর্শতার নিরিখে এই নারী কখনও স্ত্রী, কখনও বউমা আবার কোথাও বা মা। সর্বক্ষেত্রেই তারা স্বয়ংসম্পূর্ণা।

তবে এবার সম্ভবত বাংলা টেলিভিশনে সেই চেনা ছক ভাঙার সুর। এক জনপ্রিয় বেসরকারি বিনোদনমূলক চ্যানেলে শীঘ্রই শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘চিরদিনই আমি যে তোমার’, যার কেন্দ্রীয় চরিত্রে রয়েছে এক আদর্শবান পুরুষ।

বিবাহ যখন বিভ্রাট হয়ে যায়

নতুন এই ধারাবাহিকের কেন্দ্রে রয়েছেন রণ রায়চৌধুরী। সংবেদনশীল, মার্জিত, শিক্ষিত রণ মন হারান দুর্গাপুরের মধ্যবিত্ত পরিবারে মানুষ হয়ে ওঠা, ছোট ছোট স্বপ্ন দেখতে ভালোবাসা রাধাকে দেখে। এহেন রাধার মন জুড়ে রং লেগে রয়েছে আবীরের। কোনও এক অপ্রীতিকর পরিস্থিতিতে ভেঙে যায় রাধা ও আবীরের সম্পর্ক। এমতাবস্থায় রাধার সঙ্গে বিয়ে হয় রণর। ভালোবাসা শুধুমাত্র একবারই হয়, একথা মনে প্রাণে বিশ্বাস করে রাধা। রণকে সে জানিয়ে দেয় যে আবীরের পরিবর্তে তাকে ভালোবাসা তার পক্ষে অসম্ভব।

এখনও অনেক পথ চলা বাকি: অমিত কুমার

স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত রণ একজন আদর্শ ছেলে, আদর্শ স্বামী ও সর্বোপরি আদর্শে পরিপূর্ণ জামাই হিসেবে তার সমস্ত দায়িত্ব কর্তব্য ও নিষ্ঠার সঙ্গে পালন করে চলে। রণ ও রাধার পূর্বরাগ ও বিবাহ পরবর্তী জীবনে টানাপোড়েনের গল্প নিয়েই আসছে ‘চিরদিনই আমি যে তোমার’।

নতুন এই ধারাবাহিকে রণর ভূমিকায় থাকছেন সৌভিক বন্দ্যোপাধ্যায়। রাধার চরিত্রে দেখা যাবে শার্লি মোদককে। টেলিভিশন দুনিয়ায় দুজনেরই হাতেখড়ি  হতে চলেছে  এই ধারাবাহিকের মাধ্যমে। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন রেশমি সেন, নয়না পালিত, দ্বৈপায়ন দাস ও অন্যান্য শিল্পীরা।

জুলাই থেকে দেখা যাবে ‘চিরদিনই আমি যে তোমার’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *