কাটমানি কাণ্ড নিয়ে গান বাঁধলেন নচিকেতা

RBN Web Desk: কাটমানি কাণ্ড নিয়ে গান বাঁধলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। বর্তমানে কাটমানি বিতর্কে উত্তাল পশ্চিমবঙ্গ। কিছুদিন আগে করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংক্রান্ত মন্তব্যের স্বপক্ষে ও বিপক্ষে মতামত দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, সমর্থক ও সাধারণ মানুষ। ঠিক তখনই এই বিষয়ে গান বাঁধলেন নচিকেতা।

তবে বরাবরের মতই, এবারও নচিকেতার গানের কথা বেশ চাঁছাছোলা। গানটির প্রথম কয়েকটি লাইন হল, “খেয়েছেন যারা কাটমানি/দাদারা অথবা দিদিমণি/এসেছে সময় গতিময়/দাঁত ক্যালাতে ক্যালাতে ফেরত দিন/আসছে দিন।”

CUT MONEY | Nachiketa | New Song | 2019

Song: CUT MONEYLyrics, Music & Singer: NACHIKETA© All rights reserved by Agunpakhi (Nachiketa Friends' Forum)

Gepostet von Nachiketa Chakraborty am Samstag, 22. Juni 2019

এর আগেও সমসাময়িক ইস্যুতে গান গেয়েছেন নচিকেতা। তাঁর গাওয়া “পাছে ভোট নষ্ট হয়”, “সারে জাঁহা সে আচ্ছা”, “মন দিয়ে লেখাপড়া করে যেই জন” প্রতিটি গানই প্রতিষ্ঠানবিরোধী হয়েও তুমুল জনপ্রিয়তা লাভ করে। নব্বইয়ের দশকে তাঁর এই ধরণের গান বাংলার ঘরে ঘরে পৌঁছে যায়। কাটমানি নিয়ে চারপাশে চলতে থাকা প্রবল বিতর্কের মধ্যে নচিকেতার এই গান সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করার প্রায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *