‘সূর্য’র প্রথম ঝলক প্রকাশিত, রোমান্টিক চরিত্রে বিক্রম
RBN Web Desk: প্রকাশিত হলো শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘সূর্য’র প্রথম ঝলক। ছবিতে একটি রোমান্টিক চরিত্রে থাকছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। বিক্রম ছাড়াও থাকছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও দর্শনা বণিক (Darshana Banik)। আজ একইসঙ্গে মুক্তি পেল ছবির টিজ়ার।
‘সূর্য’র নামভূমিকাতেই দেখা যাবে বিক্রমকে। নিজের না পাওয়াকে অন্যদের মধ্যে উজাড় করে দেওয়ার নাম সূর্য, এই হলো তার পরিচয়। এর বেশি এই চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ তিনি। শিলাদিত্য এর আগে যে ছবিগুলি পরিচালনা করেছেন তার মধ্যে অন্যতম ‘সোয়েটার’ ও ‘হৃৎপিণ্ড’। ছবিতে মধুমিতার অভিনীত চরিত্রের নাম উমা। দর্শনাকে দেখা যাবে দিয়া নামের চরিত্রে। এই তিনজনের জীবনের জার্নি উঠে আসবে গল্পের মধ্যে দিয়ে। ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গে।
আরও পড়ুন: হরর-কমেডিতে সঞ্জয় দত্ত
গতবছর বিক্রমকে দেখা গেছে অরিত্র সেনের ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে। এ বছর তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম।
১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘সূর্য’।