অনেকদিনের ইচ্ছে, পুলিশ হব: অনির্বাণ
কলকাতা: “পুলিশের চরিত্রে অভিনয় করার অনেকদিনের ইচ্ছে। সেটা শেষ পর্যন্ত হতে চলেছে,” এমনটাই জানালেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘ভিঞ্চিদা’-তে এরকমই একটি চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ।
গতকাল শহরে ছবির ট্রেলার মুক্তি উপলক্ষ্যে সংবাদমাধ্যমকে অনির্বাণ জানালেন, “থিয়েটারে অভিনয় করার সময়েও পুলিশ অফিসারের চরিত্রে কাজ করতে চেয়েছি। তাছাড়া বহু বাংলা, হিন্দী, বিদেশী ছবি দেখে এই ইচ্ছেটা দিন দিন বেড়েছে। তাই সৃজিতদা যখন এরকম একটি চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিল, না বলার কোনও প্রশ্নই ছিল না।”
খেল দিখা সকোগে না?
সৃজিতের ছবিতে অনির্বাণের অভিনীত চরিত্রটির নাম বিজয় পোদ্দার। “পুলিশ বলতেই চোখের ওপর যে ছবিটা ভেসে ওঠে, সেরকম চরিত্র এটা একেবারেই নয়। খুব গোদা ভাষায় ‘হটকে’ একটি চরিত্র বলা যেতে পারে। সৃজিতদা এই চরিত্রগুলো এরকম ভাবেই লেখে,” দাবী অনির্বাণের।
ভিঞ্চিদা-তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, ভরত কল ও ঋদ্ধি সেন।
১২ এপ্রিল মুক্তি পাচ্ছে ভিঞ্চিদা।